চলছে আলোর উৎসব দীপাবলি (diwali)। সারা দেশ মেতে উঠেছে এই অনুষ্ঠানকে ঘিরে। কোথাও মা লক্ষীর, কোথাও কুবেরের, কোথাও ধন্বন্তরি আবার কোথাও বা কালীপুজো হচ্ছে গোটা দেশজুড়ে। কিন্তু জানেন কি এই দিনে পালিত হয় ‘কুকুর তিহার’, যেখানে পুজো করা হয় কুকুরকে৷ আজ এই রীতির কথাই জানাবো আপনাদের।
দীপাবলিতে ভারতের মতোই আলোর উৎসবে মেতেছে পড়শি দেশ নেপালও। এই দীপাবলিরভ৫ দিনেই নেপালে পালিত হয় কুকুর তিহার। রাস্তার হোক বা পোষা কুকুর এই ৫ দিন সকলকেই দেবতাজ্ঞানে পূজা করেন নেপালবাসীরা।
নেপালে সারাবছরই কুকুরদের খুব কদর ও যত্ন করা হয়। এই দিনগুলোতে তাদের কদর আরো বেশ কিছুটা বেড়ে যায়। ফুলের মালায় তাদের সাজিয়ে তোলা হয়৷ খেতে দেওয়া হয় নানান রকম খাবার। তাদের সামনে প্রদীপও জ্বালানো হয়।
আজ যেখানে সারা পৃথিবীতে অবলা পশুদের ওপর অত্যাচার ক্রমাগত বাড়ছে তখন নেপালের এই উৎসব বেশ ভিন্নধর্মী। সারা বিশ্বের মানুষ ৫ দিন ধরে নেপালের এই উৎসব দেখে ও তাদের রীতিনীতিকে সম্মান জানায়।