বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে “কুল-চা” জুটি নামে দারুন পরিচিতি অর্জন করেছিলেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন হয়ে গেল আর একসঙ্গে খেলতে দেখা যায়না কুলদীপ এবং চাহালকে। কুলদীপ ভারতীয় দলে বেশ কয়েক মাস ধরে সুযোগ পাচ্ছেন না, চাহাল সুযোগ পেলেও প্রথম নিয়মিত একাদশে ঠাঁই হচ্ছে না তার। শুক্রবার এক সাক্ষাৎকারে জাতীয় দলে “কুল-চা” জুটির একসঙ্গে সুযোগ না পাওয়ার ব্যাপারে বিস্ফোরক তথ্য দিলেন যুজবেন্দ্র চাহাল।
এই “কুল-চা” জুটি 2017 সাল থেকে 2019 সালের মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে একটানা 34 টি ম্যাচ খেলেছিল। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ছয় উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন চাহাল। অপরদিকে হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ যাদব। কিন্তু 2019 বিশ্বকাপের পর থেকে অর্থাৎ শেষ দুই বছরে আর এই জুটি একসঙ্গে একটিও ম্যাচে খেলেনি।
চাহাল বলেন, “যখন আমি এবং কুলদীপ একসঙ্গে খেলতাম তখন দলের অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া খেলত এবং হার্দিক পান্ডিয়া মিডিয়াম পেসার ছিল। তবে পান্ডিয়ার চোট পাওয়ার পর অলরাউন্ডার হিসেবে দলে আসে রবীন্দ্র জাদেজা এবং জাদেজা স্পিন বল করেন। এর ফলে দলের কম্বিনেশনে অসুবিধা হয় তাই আমি এবং কুলদীপ যাদব এর মধ্যে যেকোনো একজনকে দলে নেওয়া হয়। যদি জাদেজা মিডিয়াম পেসার হতেন তাহলে হয়তো আমরা দুজনেই খেলতাম কিন্তু এখন কোন সিরিজের অর্ধেক ম্যাচে আমি খেলি অর্ধেক ম্যাচে কুলদীপ খেলে। তবে এ নিয়ে আমাদের খারাপ লাগার কোন জায়গা নেই, দল জিতলেই আমি খুশি।”