ফিরলো ওয়ার্নের ‘বল অফ দ্য সেঞ্চুরির’ স্মৃতি! স্পিনের তালে পাকিস্তানকে নাচিয়ে দিলেন কুলদীপ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) আজকের ম্যাচের শুরুর দিকে ভারতীয় দলের (Indian Cricket Team) ভক্তদের অনেকেই একটু চিন্তাগ্রস্থ ছিলেন। আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে টসে জিতে রোহিত শর্মার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর শুরুটা বন্ধ করেনি পাকিস্তানের দুই ওপেনার। তাদের মধ্যে ৪১ রানের একটি পার্টনারশিপ হয়। তুই ওখানে ফেরার পর বাবর আজম এবং মহাম্মদ রিজওয়ান ৮২ রানের একটি পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সিরাজ ও বুমরার পাশাপাশি কুলদীপ যাদবের (Kuldeep Yadav) অসাধারণ বলে তাদেরকে বেকায়দায় ফেলে দিল।

দীর্ঘক্ষণ ধরে সেট থাকা বাবর আজমকে (৫০) ফিরিয়েছিলেন সিরাজ। এরপর পাকিস্তানের মিডল অর্ডারকে আর ম্যাচে ফেরার সুযোগই দেননি কুলদিপ। নিজের স্পিনার ভেলকিতে নাস্তানাবুদ করে তিনি ড্রেসিংরুমে ফেরত পাঠান সাউদ সাকিল (৬) এবং আক্রমণাত্মক ইফতিকার আহমেদকে (৪)। এরপর বাবর আজও ৪৯ রানের ব্যাটিং করতে থাকা প্রিয়াঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের হিরো মহম্মদ রিজওয়ানকে বোল্ড করতেই পাকিস্তানের বিশাল বড় স্কোরে পৌঁছানোর সম্ভাবনা শেষ হয়ে যায়।

এর মধ্যে নিজের দ্বিতীয় উইকেটটি যেভাবে পেয়েছিলেন কুলদীপ, তা যেন কিংবদন্তি এবং কিছু সময় আগে প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্নের ১৯৯৩-এর অ্যাশেজে করা মাইক গ্যাটিংকে করা ডেলিভারির কথা মনে করিয়ে দেবে। এক্ষেত্রে অনেক বাইরে বল পড়ে উইকেট উড়িয়ে দেয় ইফতিকারের। যদিও মনোযোগ দিয়ে দেখা যাবে কুলদীপ যাদবের ক্ষেত্রে তার গুগলি ডেলিভারিটি পাকিস্তান ব্যাটারির হাতের গ্লাভস ছুঁয়ে গিয়ে উইকেটে লাগে। সাউদের ক্ষেত্রে অবশ্য সাধারণ লেগ স্পিনের লাইন ব্যাটার মিস করায় উইকেটের সামনে প্যাড পেয়ে গিয়েছিলেন কুলদীপ।

এরপর বুমরা একবার অফ-কাটারে এবং একবার ইন সুইংয়ে যথাক্রমে মহম্মদ রিজওয়ান এবং শাদাব খানের ব্যাট ও প্যাডের মাঝখানে ফাঁক খুঁজে পেয়ে যান বুমরা। মাত্র ১৬ রানের ব্যবধানে সিরাজ কুলদীপ এবং ভোমরা চার উইকেট নিয়ে পাকিস্তানকে সম্পূর্ণ ব্যাক ফুটে ফেলে দেন। এরপর ৪০ ওভারের মধ্যে মহম্মদ নওয়াজ-কেও ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া।

এই প্রতিবেদনটি লেখার সময় হাসান আলীকে বাকিদের সঙ্গে নিয়ে চেষ্টা করছেন পাকিস্তানকে একটা ভদ্রস্থ টার্গেট অবধি পৌঁছে দেওয়ার। নয়তো আহমেদাবাদে ১ লক্ষ দর্শকের সামনে পাকিস্তান দলকে রীতিমতো বেইজ্জত হতে হবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর