শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি অতীত! এবার বিরাট পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, নয়া আপডেট

   

বাংলা হান্ট ডেস্কঃ বদলে গিয়েছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। এই বছর থেকে উচ্চমাধ্যমিক স্তরের পড়াশুনা শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। প্রায় ১১ বছর পর বদল আনা হয়েছে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) সিলেবাসে। এবছর মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া সকল পড়ুয়ারা নতুন সিলেবাসে (HS New Syllabus) পড়াশোনা শুরু করবে।

শুধু সিলেবাসেই নয়, পাশাপাশি আমূল পরিবর্তন আসছে পরীক্ষার পদ্ধতিতেও। আর সেই তালে তাল মিলিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বিষয়ভিত্তিক পড়াশোনার জন্য শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে রাজ্যের স্কুল গুলিতে। বারংবার একই অভিযোগ তুলে এসেছেন অভিভাবকেরা।

অনেক ক্ষেত্রে দেখা যায় রাজ্যের স্কুল গুলিতে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে। যেই কারণে পছন্দের বিষয় বেছে নিতে অন্য স্কুলে যেতে হয় অথবা নিজেদের পছন্দের বিষয় ছেড়ে অন্য বিষয় নিয়ে পড়া চালিয়ে যেতে হয়। সংসদ সূত্রে খবর, এই সমস্যার সমাধান করতেই এবার নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংসদ সূত্রে জানা যাচ্ছে, এবার থেকে যদি কোন স্কুলে কোনো নির্দিষ্ট বিষয় পড়ানোর জন্য শিক্ষক না থাকেন তাহলে নিকটবর্তী কোন স্কুল থেকে শিক্ষকদের সেই স্কুলে নিয়ে আশা হবে। আবার দুই স্কুলের পড়ুয়াদের একসঙ্গে পড়ানোর ব্যবস্থাও করা হতে পারে। এভাবেই শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি পূরণের জন্য ক্লাস্টার পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলেই খবর সামনে আসছে।

west bengal council of higher secondary education

আরও পড়ুন: বদলে গেল হাই কোর্টের সমস্ত মামলার বিচারপতি! এবার থেকে কোন জাস্টিস কোন মামলা শুনবেন?

জানা যাচ্ছে এই ক্লাসটার পদ্ধতিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভাব পূরণের পাশাপাশি কলেজের অধ্যাপকদেরও পড়ানোর জন্য পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও সংসদ সূত্রে এই নয়া আপডেট মিলেছে। যদি সত্যিই এই পদ্ধতি চালু হয় তবে এর দ্বারা বহু ছাত্র-ছাত্রী উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর