কয়েক মাস আগে পর্যন্ত বর্তমান ভারতীয় দলের সেরা স্পিনার বলা হত কুলদীপ যাদব কে। কিন্তু বর্তমানে বেশ কিছু মাস হয়ে গেল তিনি নিজের ফর্ম হারিয়েছেন। আর সেই কারণেই এখন ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম একাদশে ঠাঁই হচ্ছে না তার। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেভাবে সুযোগ দেওয়া হয়নি তাকে তবে সেই সব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এই চায়নাম্যান স্পিনার। তিনি অবশ্য জানিয়েছেন সামনে রয়েছে আইপিএল, সেই আইপিএলে ভালো পারফরম্যান্স করে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়াই এখন তার প্রধান লক্ষ্য।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ না পাওয়া নিয়ে কুলদীপ যাদব বলেছেন এইবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব বেশি ম্যাচের টেস্ট সিরিজ ছিল না, মাত্র দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল। এছাড়াও নিউজিল্যান্ডের যে পিচে টেস্ট ম্যাচ গুলি হয়েছে সেখানে একেবারেই স্পিন সহায়ক ছিল না। সেই কারণে স্পিনারদের সেই ভাবে দলে দেওয়া হয়নি। কিন্তু তাতে বিন্দুমাত্র হতাশ নন তিনি বরং ভবিষ্যতে নিজের পারফরম্যান্স ভালো করে বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ায় তার এখন প্রধান লক্ষ্য।
কুলদীপ শেষবার টেস্ট ম্যাচ খেলেছেন 2018 সালে সিডনিতে এবং শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীলংকার বিরুদ্ধে। তারপর থেকে তিনি আর কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি আর সেই কারণেই কুলদীপ যাদব বলেছেন এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থেকে আমি আইপিএলের জন্য প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছি, সেই কারণে আমি আইপিএলের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ আইপিএল হচ্ছে জাতীয় দলে সুযোগ পাওয়ার একটা বড় প্ল্যাটফর্ম, আর এই প্লাটফর্মকেই আমি কাজে লাগিয়ে বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চাই।