বাংলা হান্ট ডেস্ক: ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। এবার এনকাউন্টারে (Encounter) নিকেশ হল পাঁচ লস্কর জঙ্গি (Lashkar Terrorist)। গত দু’দিন ধরে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) কুলগাম (Kulgam) জেলার সামনো এলাকায় ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, নয় আধা সামরিক বাহিনী, পুলিশ এবং সিআরপিএফ (CRPF) একযোগে জঙ্গি বিরোধী অভিযান চালু করেছিল।
জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চালায় সেনা। সেই লড়াইতেই সেনার গুলিতে খতম হয়েছে পাঁচ লস্কর (Lashkar-e-Tayyiba) জঙ্গি। যদিও অভিযান এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে বলেই খবর।
আরও পড়ুন: ইজরায়েলের দাবিই ঠিক! হাসপাতালের মধ্যেই হামাসের গোপন সুড়ঙ্গ, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও
জানা গিয়েছে, সামনো গ্রামের বিভিন্ন বাড়িতে জঙ্গিরা (Terrorist) এখন লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধেয় তল্লাশি অভিযান শুরু করে সেনা এবং পুলিশ। সন্দেহভাজন ওই বাড়িগুলিতে এগিয়ে যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এরপর রাতে গুলি লড়াই থামে। কিন্তু শুক্রবার ফের দিনের আলো ফুটতেই আবারও শুরু হয় অভিযান। এরপরেই পাঁচজন জঙ্গি খতম হয় বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত আরও বেশ কয়েকজনের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।
#WATCH | J&K | Joint operation by security forces against terrorists continues for the second day at Samnoo area of Kulgam. Army’s 34 Rashtriya Riffles, 9 Para (elite special forces unit), Police and CRPF are carrying out the operation.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/2gymTKFMA2
— ANI (@ANI) November 17, 2023
এদিকে লস্কর-ই-তৈবার পাঁচ জঙ্গিকে খতম করার বিষয়টি একজন সিনিয়র পুলিশ আধিকারিক নিশ্চিত করেছেন। যদিও তাদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।