৩০ লক্ষ নয়, ৫০ কোটি ক্ষতিপূরণ দাবি ৩ সন্তানের মায়ের বিরুদ্ধে! ফের বিষ্ফোরক শানুর প্রাক্তন স্ত্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। এবার পালটা মানহানির মামলা আনলেন সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)। জানা গিয়েছে, প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। এবার এ বিষয়ে মুখ খুললেন গায়কের প্রাক্তন স্ত্রী।

কুমার শানু্র (Kumar Sanu) বিরুদ্ধে ফের বিষ্ফোরক প্রাক্তন স্ত্রী

রীতা ভট্টাচার্যের বিষ্ফোরক দাবি, যে টাকার অঙ্কের কথা আদালতে বলা হয়েছে, আসলে নাকি তার থেকে অনেক বেশি টাকা চাওয়া হয়েছে। ১৭ ডিসেম্বর মামলার শুনানির দিন ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয় কুমার শানুর (Kumar Sanu) তরফে। কিন্তু এবার পালটা বিষ্ফোরক দাবি করলেন রীতা।

Kumar Sanu allegedly claimed 50 crore from ex wife

কত ক্ষতিপূরণ দাবি: এক সাক্ষাৎকারে তিনি বলেন, কুমার শানুর তরফে যে কাগজ তাঁকে পাঠানো হয়েছে, সেখানে ৫০ কোটি টাকা দাবি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না শানু কীভাবে ভাবছে যে আমার এত টাকা আছে। সত্যিই দুঃখজনক। ও নিজের তিন সন্তানের মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।’

আরও পড়ুন : ‘অনেক জাগো মা হয়েছে…’, তেড়ে মারতে আসেন মেহবুব! সেদিন কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে?

কী বললেন রীতা: রীতা আরও বলেন, আদালতে প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা হবে তাঁর। সন্তানদের মুখ চেয়ে তাঁকে ভালো মানুষ হওয়ার অনুরোধ করবেন তিনি। তাঁর কথায়, তাঁদের ভালোবাসতে হবে না। অন্তত তাঁদের যেন বিরক্ত বা হেনস্থা না করেন কুমার শানু (Kumar Sanu), এই অনুরোধ করবেন তিনি।

আরও পড়ুন : ফুটে উঠবে মা ছেলের সম্পর্কের রসায়ন, শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী মোদীর বায়োপিকের শুটিং

এর আগে এক সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, তাঁর তৃতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পর চরম দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অত্যাচারও করা হত তাঁর উপরে। রীতা আরও অভিযোগ করেন, গর্ভাবস্থায় তাঁর সাজগোজ করা, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার অনুমতি ছিল না। এমনকি ঠিকমতো খেতেও নাকি পেতেন না তিনি। কুমার শানুর (Kumar Sanu) প্রাক্তন স্ত্রী বলেন, ‘ওরা যখন বাইরে বেরোত তখন রান্নাঘরে তালা দিয়ে যেত’। গায়কের পরিবার তাঁর সন্তানদের দুধ, চিকিৎসা টুকুও দিত না বলে অভিযোগ করেন শানুর প্রাক্তন স্ত্রী।