অভিযোগের পালটা মানহানির মামলা, প্রাক্তন স্ত্রীর থেকে ক্ষতিপূরণ দাবি কুমার শানুর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফের বিতর্কে কুমার শানু (Kumar Sanu) এবং রীতা ভট্টাচার্য। দুজনের প্রাক্তন তিক্ত দাম্পত্য বেশ কিছুদিন আগেই লাইমলাইটে উঠে এসেছিল। শানুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন প্রাক্তন স্ত্রী রীতা। এবার পালটা আইনি পথে হাঁটলেন গায়ক। রীতার বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মানহানির মামলা করেছেন শানু।

কুমার শানুকে (Kumar Sanu) নিয়ে বিষ্ফোরক শানু

এর আগে এক সাক্ষাৎকারে কুমার শানুর সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করেছিলেন প্রাক্তন স্ত্রী রীতা। এখন গায়কের দাবি, সেই সাক্ষাৎকার যেসব জায়গায় প্রকাশিত হয়েছিল তা মুছে ফেলতে হবে। স্ত্রী মিথ্যে অভিযোগ করেছেন বলে দাবি করেছেন গায়ক।

Kumar sanu filed lawsuit against ex wife

কী অভিযোগ স্ত্রীর: এক সাক্ষাৎকারে শানুর (Kumar Sanu) বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ আনেন প্রাক্তন স্ত্রী রীতা। তিনি জানান, তাঁর তৃতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পর চরম দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অত্যাচারও করা হত তাঁর উপরে।

আরও পড়ুন : RG Kar মামলা থেকে সরল সুপ্রিম কোর্ট! কারণ কি?

বিতর্ক চড়ছে আরও: রীতা আরও অভিযোগ করেন, গর্ভাবস্থায় তাঁর সাজগোজ করা, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার অনুমতি ছিল না। এমনকি ঠিকমতো খেতেও নাকি পেতেন না তিনি। কুমার শানুর (Kumar Sanu) প্রাক্তন স্ত্রী বলেন, ‘ওরা যখন বাইরে বেরোত তখন রান্নাঘরে তালা দিয়ে যেত’। গায়কের পরিবার তাঁর সন্তানদের দুধ, চিকিৎসা টুকুও দিত না বলে অভিযোগ করেন শানুর প্রাক্তন স্ত্রী।

আরও পড়ুন : ছিঃ! মুখোশ খুলে গেল ‘বিরুষ্কা’র, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড় নেটপাড়ায়

পালটা শানু অভিযোগ করেন, সম্পূর্ণ মিথ্যে বলছেন রীতা। এবার তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে ৩০ লক্ষ টাকার ক্ষতিপূরণও দাবি করেছেন কুমার শানু।