‘ওর মা কি শিক্ষা দিয়েছে জানিনা’, ছেলে জানের বিতর্কিত মন্তব‍্যের জন‍্য ক্ষমাপ্রার্থনা কুমার শানুর

বাংলাহান্ট ডেস্ক: বিগ বসের ঘরে মারাঠি ভাষাকে অপমান করার জন‍্য বড়সড় বিপদের মুখে পড়েন কুমার শানু (kumar shanu) পুত্র জান কুমার শানু (jaan kumar shanu)। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ গায়ক কুমার শানু। ছেলের হয়ে নিজেই ক্ষমা চাইলেন সোশ‍্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার কুমার শানুর একটি ভিডিও বার্তা প্রকাশ‍্যে আসে। সেখানে ছেলের হয়ে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি আমার ছেলে জান খুব খারাপ একটা কথা বলেছে। এই ৪০-৪১ বছরে আমি যা ভাবতেও পারিনি। যে মহারাষ্ট্র, মুম্বই, মুম্বা দেবী আমাকে আশীর্বাদ দিয়েছে, নাম, যশ, খ‍্যাতি সব দিয়েছে সেই মহারাষ্ট্র সম্পর্কে এমন কথা আমি ভাবতেও পারি না।’

1601018930 jaan kumar sanu

তিনি আরো বলেন, ‘ভারতের সব ভাষাকে সম্মান করি আমি। সব ভাষায় গান গেয়েছি। গত ২৭ বছর ধরে আমি আমার ছেলের সঙ্গে থাকি না। আমরা আলাদা থাকি। আমি জানিনা ওর মা ওকে কি শিক্ষা দিয়েছে। আমি আর কি করতে পারি, বাবা হিসেবে শুধু আপনাদের কাছে ক্ষমা চাইতে পারি।’

প্রসঙ্গত, সম্প্রতি বিগ বসের ঘরে জানকে উদ্দেশ‍্য করে মারাঠিতে কিছু বলেন প্রতিযোগী নিক্কি তাম্বোলি। উত্তরে প্রচণ্ড বিরক্ত স্বরে জান বলেন, “মারাঠিতে আমার সামনে কথা বলবি না। দম থাকলে হিন্দিতে বল। মারাঠি শুনলে আমার বিরক্ত লাগে।”

ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে শিবসেনা। দলের সচিব তথা সাংষ্কৃতিক সংগঠন চিত্রপট সেনার প্রধান আদেশ বান্দেকর জানকে শো থেকে বের করে দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে তিনি এও বলেন, বিগ বস কর্ত‍্যপক্ষ ও জান কুমার শানুকে মহারাষ্ট্র সরকার তথা রাজ‍্যের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এই ঘটনার জন‍্য বিগ বস কর্তৃপক্ষের শুটিংয়ের অনুমতিও কেড়ে নেওয়ার জানান তিনি।

 

 

২৪ ঘন্টার মধ‍্যে জান ও বিগ বস কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে, নাহলে শুটিংয়ের অনুমতি বাতিল করা হবে। এমনই বক্তব‍্য নবনির্মাণ সেনার। দলের চলচ্চিত্র শাখার প্রধান অমেয় খোপকর টুইটারে প্রকাশ‍্যে হুমকি দেন কুমার শানু পুত্রকে।

এরপরেই কালার্স চ‍্যানেলের তরফে উদ্ধব ঠাকরে সরকারকে একটি চিঠি পাঠিয়ে ক্ষমা প্রার্থনা কথা হয়। এপিসোড থেকে ওই বিতর্কিত দৃশ‍্যটি সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে তারা। উপরন্তু তারা এও বলেছে, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ‍্য তাদের ছিল না। শুধুমাত্র মারাঠি নয়, সব ভাষাকেই সম্মান করে তারা।


Niranjana Nag

সম্পর্কিত খবর