শুধুই অভিষেক, উধাও মমতা! নতুন তৃণমূল কংগ্রেসের পোস্টার নিয়ে এবার মুখ খুললেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) থেকে প্রাথমিক টেট (Primary Tet), আবার কয়লা পাচার; একের পর এক দুর্নীতি ইস্যুতে কোণঠাসা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন সংগঠনকে মজবুত করতে মরিয়া সকল দলই, সেই মুহূর্তে দাঁড়িয়ে এ সকল দুর্নীতি মামলায় ক্রমশ ব্যাকফুটে শাসক দল।

তবে শুধু দুর্নীতিই নয়, দলের ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ চাপে ফেলেছে ঘাসফুল শিবিরকে। এর মাঝেই আবার বাংলার ১০ কোটি মানুষের মাঝে নিজেদের ভাবমূর্তিকে পুনরায় তুলে ধরতে বদ্ধপরিকর সরকার। কলকাতার বিভিন্ন প্রান্তে ‘নতুন তৃণমূল গড়া’ প্রসঙ্গে একাধিক পোস্টারও পড়েছে। তবে সেই সকল পোস্টার নিয়েই বর্তমানে শুরু হয়েছে বিতর্ক। পোস্টারগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবর্তে অভিষেকের ছবি ব্যবহার করাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিস্তর জল্পনা। তবে এর মাঝে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘সেনাপতি’ আখ্যা দিয়ে এদিন ড্যামেজ কন্ট্রোলে নামেন কুণালবাবু।

উল্লেখ্য, বর্তমানে হাজরা থেকে রাসবিহারী এবং কলকাতার অন্যান্য একাধিক স্থান তৃণমূল কংগ্রেসের পোস্টারে ছেয়ে গিয়েছে। আশ্রিতা ও কলরব সংস্থার পক্ষ থেকে দেওয়া পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লেখা, “আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়।’ ‘চলুন, লড়াইয়ের জন্য প্রস্তুত হউন’ তবে এ সকল পোস্টারগুলিতে কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি চোখে পড়েনি আর এ প্রসঙ্গেই বিতর্ক বহুগুনে বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি একের পর এক দুর্নীতি মামলায় অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের মামলায় বিরোধীদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে শাসকদল। এর মাঝেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে তৎপর ঘাসফুল শিবির। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতিকে পিছনে ফেলে জনসাধারণ মাঝে পুনরায় একবার বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে তৎপর শাসক দল। এ প্রসঙ্গে অতীতেও একাধিক সমাবেশ এবং কর্মীসভায় দলের স্বচ্ছ্ব ভাবমূর্তির কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর বার্তা, “স্বচ্ছ্ব ভাবমূর্তি থাকলে তবেই দলে স্থান পাবেন। যদি কারোর বিরুদ্ধে কোনরকম দুর্নীতি ধরা পড়ে, তবে তাকে দল থেকে বহিষ্কার করার কথা দুবারও ভাবা হবে না।”

এছাড়াও সাম্প্রতিক সময়ে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হোক কিংবা অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সর্বদাই সামনের সারিতে থাকতে দেখা গিয়েছে অভিষেককে। এমনকি বিরোধীদের এও দাবি যে, বর্তমানে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক নামে দুটি দল তৈরি হয়ে গিয়েছে। এর মাঝে বর্তমানে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানে অভিষেকের ছবি ব্যবহার সেই জল্পনাই আরও উস্কে দিয়েছে।

Abhishek banerjee

এদিন সকল বিতর্ক প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন কুণাল ঘোষ। তিনি বলেন, “বিরোধীরা বর্তমানে অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে চর্চা করে চলেছে। সেখান থেকে সরে আসাই ভালো। বর্তমানে পোস্টার নিয়ে যে বিতর্ক চলছে, তার কোনও মানে হয় না। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী। অভিষেকের কোনও সংলাপ দিয়েই এই সকল হোর্ডিং তৈরি করা হয়েছে। এতে বিতর্কের কোন ব্যাপার নেই।” এরপরই তিনি বলেন, “নতুন তৃণমূল গড়ার অর্থ হলো শৃঙ্খলাবদ্ধভাবে দলকে সামনের পথে এগিয়ে নিয়ে যাওয়া।” যদিও সূত্রের খবর অনুযায়ী, একাধিক বিতর্ক মাঝে অভিষেকের সকল পোস্টারগুলি বর্তমানে সরিয়ে ফেলা হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর