বাংলা হান্ট ডেস্কঃ গতকাল দেবীপক্ষের সূচনা হওয়ার মাধ্যমে ঢাকে বাদ্যি পড়ে গিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা চরমে। এর মাঝে এবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফ থেকে ‘হেরিটেজ’-এর বিশেষ সম্মান দেওয়া হয়েছে। যদিও এর মাঝেই দেবীপক্ষের পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের প্রসঙ্গকে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি আর এবার বিরোধীদের মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফ থেকে ‘হেরিটেজ’ সম্মান দেওয়া হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৩০০০ কমিটিকে ৬০০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন, যার পরেই বিতর্ক চরমে ওঠে। সেই বিতর্ক আরো বাড়িয়ে পিতৃপক্ষের মাঝেই শ্রীভূমি, টালা প্রত্যয় এবং আরও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে ইতিমধ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি। এবার বিরোধীদের পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস মুখপত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় পুজো নয়, উৎসবের উদ্বোধন করেছেন।”
তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবের উদ্বোধন নিয়ে বর্তমানে হাস্যকর কথা বলা হয়ে চলেছে। এটা মিথ্যাচার। মুখ্যমন্ত্রী কোনো পুজো উদ্বোধন করেননি। উনি উৎসবের উদ্বোধন করেছেন। বড় বড় পুজো কমিটিগুলি দুর্গাপুজোর অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে চলেছেন, যাতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন। তারা আগ্রহ প্রকাশ করেন, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের উদ্বোধন করেন।”
কুণাল আরো বলেন, “বোধন দিয়ে পুজোর উদ্বোধন হয়। তাই এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কখনোই পুজোর উদ্বোধন করেননি, উনি মণ্ডপের উদ্বোধন করেছেন।”
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন ঘিরে কটাক্ষের সুর শোনা যায় দিলীপ ঘোষের গলায়। তিনি বলেন, “উনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে, টাকা দেব বলে তাঁর ছবি মণ্ডপে রাখতেই হবে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন। পিতৃপক্ষ থেকেই উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। চণ্ডীপাঠ থেকে সব কাজ উল্টো করছেন। যেহেতু টাকা দেওয়া হয়েছে, সেই জন্য তাঁকেই উদ্বোধন করতে হবে। দুর্গাপূজার পবিত্রতা নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”