‘সিনেমা নিয়ে কিছু বলতে চাইনি ..” দেবের বিরোধিতার পর মুখ খুললেন কুণাল ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ শীতের মরসুমে জমিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। তবে এই শীতটা একেবারেই ভিন্ন। সিনেমা দেখা নয় এবারের শীতে উত্তাপ বাড়াচ্ছে ‘প্রজাপতি রাজনীতি’ (Projapoti controversy)। সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেব (Dev) অভিনীত বাংলা ছবি ‘প্রজাপতি’ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিতর্কে সামিল দেব, মিঠুন, কুণাল, দিলীপ।

   

ঘটনার শুরুটা ঠিক কোথায়? ‘প্রজাপতি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছে তৃণমূল সাংসদ (TMC MP) দেব ও বিজেপির প্রতিনিধি (BJP Leader) মিঠুন চক্রবর্তী। রাজনীতির ময়দানে দুই মেরুর হয়েও একত্রে এই বিখ্যাত তারকা জুটির অভিনীত ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে। তবে এরমাঝেই নেমে আসে ধোঁয়াশা। নন্দনে প্রদর্শনের জন্য ঠাঁই পায়নি এই ছবি। আর তা নিয়েই শোরগোল বঙ্গ রাজনীতির অন্দরে। নন্দনে ছবির মুক্তির টিকিট না পাওয়ায় তৃণমূলকে নিশানা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এর পর তার পাল্টা জবাবে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন ‘মিঠুনদার জন্যই ছবি ডুবেছে।’ এরপরই এই বিষয়ে মুখ খোলেন তৃণমূল নেতা দেব। কুণালকে পাল্টা কটাক্ষ করে তিঁনি জানান, ছবির বিষয়ে আমি ওঁর থেকে ভালো বুঝি। পাশাপাশি ভবিষৎএ মিঠুনের সাথে ফের কাজ করার আশাও প্রকাশ করেন অভিনেতা।

এরই মাঝে দেবের মন্তব্যে পাল্টা জবাবে সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিঁনি জানান, ” দেবকে স্নেহ করি, দেবকে পছন্দ করি, দেব ভাল সিনেমার কাজ করে। কিন্তু দেব বলেছে বলে আমি শুনেছি, ও চায়না সিনেমা নিয়ে দল থেকে কোনও মন্তব্য হোক। আমি বলতে পারি, আমারও এতটুকু ইচ্ছে ছিল না সিনেমার উপর দাঁড়িয়ে কোনও মন্তব্য করার। কিন্তু দীলিপ ঘোষ সিনেমা নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছিলেন। সাংবাদিকরা তার প্রতিক্রিয়া আমার কাছ থেকে চান। আমিও রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছি। ফলে, আমি কিন্তু সিনেমা নিয়ে মন্তব্য করতে চাইনি। দীলিপ ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য রেখেছি। আমি খুব খুশি হতাম, যদি দীপলিপ ঘোষ বিবৃতি দেওয়ার পরে দেব তাঁর এই আবেদনটা রাখতেন যে সিনেমা নিয়ে রাজনৈতিক বক্তিদের কথা না বলাই ভাল। কিন্তু দীলিপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে কোনও মন্তব্য আসেনি। বলটা গড়াতে গড়াতে সাংবাদিকদের সৌজন্যে আমার কাছে এসেছিল। দীলিপ ঘোষের বিবৃতির জবাব আমি আমার মতো করে দিয়েছি।”

projapoti

উল্লেখ্য, পূর্বে ‘প্রজাপতি’ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছিলেন, “দেব স্পষ্ট করে মনের কথা বলতে পারছে না। খুব ভাল ছেলে৷ ওকে আমি ভালবাসি৷ এটা ঠিক ও আমার থেকে বেশি সিনেমা বোঝে। তবে সবটা বুঝলে সব সিনেমাই হিট হবে। তাই দেবের সকলের মত শোনা উচিত।” অন্যদিকে, গত রবিবার বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ অভিযোগ তোলেন, মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা হওয়ার জন্যই নন্দনে জায়গা পায়নি তাঁর অভিনীত ছবি ‘প্রজাপতি’। শুধু তাই নয় এরপর দিলীপ বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়তে চাইছিলেন না দেব, তখন তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়ারও চেষ্টা চালাচ্ছিল তৃণমূল। সবমিলিয়ে মন্তব্য, পাল্টা-মন্তব্যে নন্দনে টিকিট না পেয়েও রাজনীতির লাইমলাইটে ছবি ‘প্রজাপতি’।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর