বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন আগে পর্যন্ত নারদ কান্ড নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। গত ১৭ মে নারদ কান্ডে (Narda Scam) অভিযুক্ত রাজ্যের চার হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব মদন মিত্র (Madan Mitra), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukhopadhyay), ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং শোভন চট্টোপাধ্যায়কে(Sovon Chattopadhyay) গ্রেপ্তার করে সিবিআই। প্রথম পর্বে জামিন না পেলেও, আপাতত জামিনে মুক্ত হয়ে কারাগারের বাইরে রয়েছেন তারা। কিন্তু মুকুল রায়(Mukul Roy) এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি সিবিআই। যা নিয়ে তখনই প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসক দল।
কিন্তু সিবিআইয়ের(CBI) যুক্তি ছিল, মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি। আর তাই তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর জন্য চিঠি পাঠানো হয়েছে লোকসভার স্পিকার ওম বিরলার (Om Birla) কাছে। কিন্তু সেক্ষেত্রে এখনো জবাব আসেনি। আর তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি সিবিআই।
কিন্তু এবার ফের একবার নারোদ মামলাকে কেন্দ্র করে ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)। যদিও তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর নাম করেননি। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সিবিআই আইনজীবী তুষার মেহেতার(Tushar Mehta) বাড়ি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই ঘটনার উল্লেখ করে কুনাল টুইটারে লেখেন,
“নারদ কেলেঙ্কারির এফ আই আরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইর আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।”
নারদ কেলেঙ্কারির এফ আই আরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইর আইনজীবী (SG) তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।@MamataOfficial @BJP4India @abhishekaitc @AITCofficial
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2021
শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকার জন্যই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সিবিআই এমন কথা এর আগেও বারবার বলেছে রাজ্যের শাসক দল। এমনকি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলও (Mathew Samuel) প্রশ্ন তুলেছিলেন, বাকিদের গ্রেপ্তার করা হলে শুভেন্দু অধিকারী বাইরে কেন? সিবিআই তাদের মত করে জবাব দিয়েছে ঠিকই। কিন্তু বিরোধীদের কটাক্ষ তাতে কমেনি। আজ ফের একবার তুষার মেহেতার সঙ্গে শুভেন্দুর দেখা করা নিয়ে তৈরি হলো জটিলতা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি পারতপক্ষে অভিযুক্তকে বাঁচাতে চাইছে সিবিআই? উত্তর দেবে সময়ই।