বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! শুভেচ্ছা জানালেন দেবাংশু-অরুপ, “খোঁচা” দিয়ে কী লিখলেন কুণাল?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিয়ে করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এটাই আপাতত ‘হট টপিক’ রাজ্য রাজনীতিতে। প্রথম বার এই খবর এক্সক্লুসিভলি জানিয়েছিল বাংলা হান্ট। বুধবারই আমরা প্রথম বার জানাই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিয়ের খবর। শোনা যাচ্ছে, আগামীকাল ১৮ ই এপ্রিল গোধূলি লগ্নে নিজের নিউটাউনের বাসভবনেই নাকি বিয়ের আসর বসতে চলেছে তাঁর। পাত্রী রিঙ্কু মজুমদারও যুক্ত বিজেপির সঙ্গে। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বাংলা হান্টের প্রতিনিধির কাছে এ বিষয়ে মুখও খুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর খবর ছড়াতেই এবার পরপর শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব।

দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের জন্য শুভেচ্ছা বার্তা তৃণমূল নেতাদের

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নাকি বিয়ে করতে চলেছেন। খবর ছড়িয়ে পড়তেই আগাম শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন অনেকে। এবার এক্স হ্যান্ডেলে দিলীপকে (Dilip Ghosh) বার্তা দিলেন দেবাংশুও। কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ‘অনেক অভিনন্দন দিলীপ ঘোষ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে। আবারও শুভেচ্ছা জানাই’।

Kunal ghosh debangshu and arup chakraborty wished dilip ghosh

কী বললেন দেবাংশু: বাংলা হান্টের কাছে দেবাংশু বলেন, “যথেষ্ট আনন্দের খবর, দিলীপ দাকে অভিনন্দন জানাই। প্রেম ভালোবাসা, বিয়ের বয়স হয় না। একজন মানুষ নিজের জীবনটা কীভাবে কাটাবেন সেই স্বাধীনতা থাকা উচিত। আমি চাই না এ নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করুন। আমি ব্যক্তিগত ভাবে খুব খুশি হয়েছি। দিলীপ ঘোষের সঙ্গে আমার রাজনীতি, আদর্শ হয়তো মেলে না। কথাবার্তা হয়তো আমি সমর্থন করি না। কিন্তু একজন মানুষ যদি সিদ্ধান্ত নেন, নিজের জীবনটা নতুন ভাবে শুরু করবেন তার জন্য সবসময় স্বাগত। নতুন বৌদির কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে, তিনি দিলীপ বাবুকে উগ্র রাজনীতির লাইন থেকে সুস্থ, স্নিগ্ধ রাজনীতির লাইনে নিয়ে আসুন। নতুন বৌদি দিলীপ (Dilip Ghosh) বাবুর হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিন এই কামনা করি। তাঁদের নতুন জীবন সুখের হোক। আশা করব বিজেপির মধ্যে থেকে এই বিষয়ে কোনো বাধাদান করা হোক। শুভেন্দু নিজে বিয়ে করেননি মানে কাউকে করতৈ দেবেন না, এই চিন্তা ভাবনাও তো ঠিক নয়।” তিনি আরো বলেন, “দিলীপ বাবু রাজনৈতিক জীবনের পথ দেখিয়েছিলেন, এবার নতুন বৌদি বিবাহিত জীবনের পথ দেখান, এই কামনাই করি”।

শুভেচ্ছা জানালেন অরূপ: ৬১ তে এসে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাহবা দিয়ে বাংলা হান্টের কাছে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বললেন, ” বয়স সংখ্যা মাত্র। দিলীপ ঘোষ এই বয়সে এসে যে সাহসটা দেখাতে পেরেছেন শুভেন্দু তা পারলেন না। রাজনৈতিক লড়াই যাই থাকুক, দিলীপ দা একজন রঙিন মানুষ। দিলীপ ঘোষ ৬১ বছরে এসেও যে সাহস, বুকের পাটা দেখাতে পেরেছেন, তা শুভেন্দু অধিকারী দেখাতে পারল না। রাজনীতির ময়দানেও শুভেন্দু দিলীপের (Dilip Ghosh) কাছে হেরেছিল। দিলীপের আমলে ১৮ জন সাংসদের দল হয়েছিল বিজেপি, সেখান থেকে ১২ তে নামিয়েছে শুভেন্দু। আর ব্যক্তিজীবনেও দিলীপের কাছে আবার হারল শুভেন্দু।”

 আরো পড়ুন : BANGLAHUNT EXCLUSIVE: বাংলা হান্টের খবরেই সিলমোহর, আগামীকালই বিয়ে দিলীপ ঘোষের! কোথায় হবে অনুষ্ঠান?

অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। যদিও কোনো নাম তিনি নেননি। । এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ‘সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা। এটি সংবাদ প্রতিদিন-এর কনসাল্টিং এডিটরের পোস্ট হিসেবে দেখবেন।’

আরো পড়ুন : শিক্ষকরা স্বস্তি পেলেও বিপাকে শিক্ষাকর্মীরা, সুপ্রিম রায়ের পরেই নবান্ন থেকে বিশেষ বার্তা মমতার

প্রসঙ্গত, বুধবারই বাংলা হান্ট প্রথম জানিয়েছিল দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের ‘গুঞ্জন’ এর কথা। শোনা যাচ্ছে, আগামী শুক্রবার গোধূলি লগ্নে নিউটাউনে তাঁর বাসভবন ‘আইডিয়াল ভিলা’তেই বসবে বিয়ের আসর। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকবেন মাত্র ৩৫-৪০ জন। নিজের পরিবারের সদস্যদের নিয়েই নাকি অনুষ্ঠানটি সারতে চান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। থাকছেন তাঁর কোনো ঘনিষ্ঠ ব্যক্তি, এমনকি দলের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও আমন্ত্রণ থাকছে না। তাঁর সর্বক্ষণের সঙ্গী দেবও নাকি এই বিয়েতে মত না থাকার জন্য শুক্রবার থাকবেন না বলেই খবর সূত্রের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X