বাংলাহান্ট ডেস্ক: মেসিকে (Messi in Kolkata) ঘিরে ভক্তদের এত দিনের অপেক্ষা, আবেগ মুহূর্তে বদলে গেল ক্ষোভে। মেসিময় কলকাতার যেন রণক্ষেত্রের রূপ নিল। দর্শকাসন থেকে পরপর বোতল ছুড়লেন উত্তপ্ত দর্শকরা। কলকাতায় ফুটবলের ভগবান পা রেখেও সময়ের আগে মাঠ ছাড়তে বাধ্য হলেন। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে (Lionel Messi) দেখতে পেলেন না ফ্যানেরা। কাদের দোষে? কিছু লোকের হ্যাংলামির জন্যই এটা হল। এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
যুবভারতীর বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কুণাল | Kunal Ghosh| Messi in Kolkata
গোটা ঘটনায়, ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আয়োজকের বিরুদ্ধেও সরব হলেন নেতা। এদিন ভিডিও বার্তায় কুণাল বলেন, “মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হল সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরম একটা লজ্জার পরিস্থিতি হল কলকাতায়।”
নেতার কথায়, “এত মানুষ কত শখ করে মেসিকে দেখতে যাচ্ছে। স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন। মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন বাকিরা মেসিকে একটু সামনে দিতেন। যাঁরা এত দামি টিকিট কেটে মেসিকে দেখতে এসেছেন, তাঁরা দু’চোখ ভরে দেখতেন। এত কিসের হ্যাংলামি?” প্রশ্ন কুণালের।
কুণালের তোপ, এটা মেসি (Messi in Kolkata) দেখা নাকি নিজেকে জাহির করা? কিরম হ্যাংলামি এটা? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন যাঁরা টিকিট কেটে গেলেন সেই গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” আয়োজনদের ভূমিকায় তোপ দেগে কুণাল বলেন, “অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল।” উল্লেখ্য, গোট মেসিকে কলকাতায় নিয়ে আসার অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।












