‘মুখ্যমন্ত্রী সংবেদনশীল, রাজনীতি করছে বিরোধীরা’, চাকরিপ্রার্থীদের বিশেষ বার্তা কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’ (Durga Puja) উপলক্ষ্যে রাস্তায় জনসমাগম। মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়, অথচ চাকরি প্রার্থীদের দুর্দশা জারি। নিজেদের হকের চাকরি পাওয়ার জন্য এখনো পর্যন্ত আন্দোলনে বসে রয়েছে তারা। আর এবার সেই সকল আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে প্রাথমিক টেট সংক্রান্ত একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সরগরম বাংলা। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীরা জেলে। এই পরিস্থিতিতে শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দলগুলি। আবার অপরদিকে পুজোর সময়ও আন্দোলনে বসে রয়েছে চাকরিপ্রার্থীরা।

এই পরিস্থিতিতে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “পুজোর সময় আপনারা পরিবারের সঙ্গে সময় কাটান।” তিনি বলেন, “স্কুল সার্ভিস কমিশনের হাতে নতুন করে কিছু করার নেই। কমিশন নতুন করে নিয়োগ করার জন্য প্রস্তুত রয়েছে  একবার যদি আদালত নির্দেশ দেয়, তবে আমাদের নিয়োগ শুরু করা হবে। শুধুমাত্র আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছি। যারা ঝর্ণা মঞ্চে আন্দোলন করে চলেছেন, তাদের আমি অনুরোধ করছি, আপনারা পরিবারের সঙ্গে সময় কাটান। দোষীদের শাস্তি হবে। সঠিক সময়ে নিয়োগ শুরু করা হবে।”

সাম্প্রতিক সময়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে দেখা গিয়েছে বিরোধী দলের নেতা মন্ত্রীদের। শাসক দলকে কটাক্ষ করে তারা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেও এদিন তাদের কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ।

1606322877 5fbe8abdd5232 kg

তিনি বলেন, “বর্তমানে যে জট সৃষ্টি হয়েছে, বিরোধীরা কখনোই চায় না তা কাটুক। মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চাইছেন আর বিরোধীরা চাইছে যাতে আন্দোলন চলতেই থাকে। আসলে ওদের কথা শোনে না মানুষ। তাই আন্দোলনকারীদের মঞ্চ ব্যবহার করতে চাইছে।” পরবর্তীতে তিনি বলেন, “এটা কোন রাজনৈতিক বিষয় নয়। মুখ্যমন্ত্রীর সংবেদনশীল হয়ে নিয়োগের চেষ্টা করে চলেছেন। শিক্ষামন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টায় লেগে রয়েছে আর বিরোধীরা চাইছে কেবল রাজনৈতিক ফায়দা তুলতে। এটা অনুচিত।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর