বাংলাহান্ট ডেস্ক : প্রতিবেশির ফ্ল্যাটে একপ্রকার ‘অবাঞ্ছিত অনুপ্রবেশ’ ঘটে কুনাল ঘোষের (Kunal Ghosh)। প্রতিবেশি আবার সেই সময় অতিথি সৎকারে ব্যস্ত। এখানেই শেষ নয়। অতিথি আবার কেন্দ্রীয় মন্ত্রী। আর যায় কোথায়! শেরগোল শুরু কুণালকে নিয়ে। এরই মধ্যে বিজেপি (BJP) নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিও (Tarunjyoti Tewari) কটাক্ষ করেন কুণাল ঘোষকে।
মঙ্গলবার কুণাল ঘোষ হঠাৎই হাজির হন তাঁর প্রতিবেশি সোহম মণ্ডলের ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটটি কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের ফ্ল্যাটের ঠিক নিচের তলায়। ঘটনাচক্রে সেই সময় ওই ফ্ল্যাটে ডিনার করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিজেপি নেতা কল্যাণ চৌবে। সোহমের ফ্ল্যাটে ঢুকেই কুণাল বুঝে যান ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছেন। তাড়াতাড়ি কিছু সৌজন্য সাক্ষাৎকার সেরেই বেরিয়ে আসেন। কিন্তু হলে কি হবে? ঘটনা ততক্ষনে চাউর হয়ে গেছে চারিদিকে। সন্দেহের তির বিঁধতে থাকে কুণালকে। এরই মধ্যে কুণাল ঘোষকে কটাক্ষ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তোপ দাগেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
তরুণজ্যোতি লেখেন, ‘মনে হয় প্রচন্ড আর্থিক সংকটে যাচ্ছেন এবং তার কাছে খাবার কেনার টাকা নেই। বিনা নিমন্ত্রণে লোকজনের বাড়িতে খেতে চলে যাচ্ছেন। আমার কষ্টার্জিত অর্থ দিয়ে কুণাল ঘোষের জন্য চাল ডাল এবং নুন পাঠালাম। আপনারাও আপনাদের সাধ্যমত সাহায্য করুন কুণাল ঘোষকে। কুণাল ঘোষ হতে পারেন জেল ফেরত আসামী কিন্তু মানুষ তো, এবং অত্যন্ত পরিচিত একজন মুখ। না খেতে পেয়ে দিন যাপন করছেন এবং তাকে অল্প কিছু খাবার পাঠিয়ে সাহায্য করুন। কুণাল ঘোষের ঠিকানা Google থেকে পেয়ে যাবেন। কুণাল দা আপনার কাছে অল্প কিছু খাদ্য সামগ্রী দু তারিখ পৌঁছে যাবে, Flipkart অন্তত সেটাই জানালো আমাকে। আপাতত ওটা দিয়ে চালান এবং অন্য লোকেরাও আপনাকে সাহায্য করবে।। যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ড পাঠিয়ে নিন কারণ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনা পয়সায় চাল এবং ডাল দিচ্ছেন ওটা পেলে আপনার একটু সুবিধা হবে।”
তরুণজ্যোতি আরও লেখেন, আপনার আর্থিক অসুবিধা হচ্ছে এবং বিশ্বাস করুন আমরা আপনাকে খাবার দিয়ে সাহায্য করতে তৈরি আছি কিন্তু দয়া করে দলে নিতে বলবেন না।। আপনার জন্য BJP তে কোন জায়গা নেই।’ (বানান এবং লেখা অপরিবর্তিত।)
এই লেখার সঙ্গে ফ্লিপকার্টের অর্ডার-এর স্ক্রিনশটও তিনি আপলোড করেন ফেসবুকে। তরুণজ্যোতির এই পোস্ট হাসি চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। তাঁরা বলেছেন একজন সম্মানীয় মানুষকে এই অপমান করা ঠিক নয়। তবে অনেকেই মজা করে বলছেন বর্তমানে তৃণমূল যেভাবে দুর্নীতিতে জড়াচ্ছে তাতে নিজের মাথা ঠিক রাখতে পারেন নি কুণাল ঘোষ। ভুল করে নিজের ফ্ল্যাটের জায়গা অন্য ফ্ল্যাটের দরজার কলিং বেল বাজি ফেলেছেন বলেই মত একাংশের।