বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ইতিমধ্যেই ব্যারাকপুরে শেষ হয়েছে সেই বৈঠক। এদিনের বৈঠকে কুণাল ঘোষ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর অবস্থান। সূত্রের খবর এদিন কুনাল ঘোষ স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে রাজ্য কিছু করতে পারে না।
মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট করলেন কুণাল (Kunal Ghosh)
এটা মূলত আন্তর্জাতিক ইস্যু। তাই যা করণীয় কেন্দ্রই করবে। রাজ্য শুধু সমর্থন করবে। যদিও রবীন্দ্রনাথ ঘোষ এদিন অভিযোগ করেছেন কেন্দ্র কিছু করছে না। যা নিয়ে তিনি চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রীকে। কিন্তু কোন সাড়া মেলেনি। তবে জানা গিয়েছে কুণাল ঘোষের সাথে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যকে স্বাগত জানিয়ে তাঁকে নমস্কার জানিয়েছেন আইনজীবী রবীন্দ্রনাথ।
বলেছেন কলকাতা দখলের হুমকির জবাবে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য বাংলাদেশে আমাদের মনোবল বাড়িয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবার চট্টগ্রামের চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি হতে চলেছে। যা নিয়ে এই মুহূর্তে বাংলা জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। তবে সকলের প্রশ্ন চিন্ময়কৃষ্ণ আদৌ কি জামিন পাবেন?
আরও পড়ুন: বিরাট বদল! নতুন বছরেই দিঘার পর্যটকদের জন্য কড়াকড়ি! চালু হচ্ছে একগুচ্ছ নিয়ম
তবে এ বিষয়ে রবীন্দ্রনাথের আশঙ্কা চিন্ময়কৃষ্ণকে জামিন দেওয়া হবে না। তবে আইনি লড়াইয়ের ব্যবস্থা থাকছে। তাঁর যাওয়ার ইচ্ছা থাকলেও শরীরের অবস্থা ভালো নেই। তাছাড়া চারদিক থেকে নানা রকম খবর-ও আসছে। প্রসঙ্গত এখানে বলে রাখি, রবীন্দ্রনাথ বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কাজ করেন।
তবে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে তিনি রীতিমতো উদ্বিগ্ন। তিনি দাবি করেছেন দুই দেশের মৈত্রীর পক্ষে। কিন্তু যে বা যারা দেশ দখল করেছে তারা ভারত বিরোধিতা এবং বিশৃঙ্খলার চূড়ান্ত খারাপের দিকে এগোচ্ছে বলে তিনি রীতিমত উদ্বিগ্ন।