লক্ষীর ভাণ্ডার ফিরিয়ে নেবে রাজ্য সরকার? হঠাৎ কী হল! তৃণমূল নেতার পোস্টে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আর জি করে (RG Kar) চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ব্যাকফুটে শাসকদল তৃণমূল কংগ্রেস। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। ওদিকে আর জি কর ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। শাসকদলের বিরুদ্ধে নিত্যদিন পথে নামছে সাধারণ মানুষ। সকলের দাবি, লক্ষীর ভাণ্ডার চাই না, লক্ষীদের সুরক্ষা নিশ্চিত করুক সরকার। এই আবহে এবার মমতার জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় কথা বলে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

ফেরানো হবে লক্ষীর ভাণ্ডার? (Lakshmir Bhandar)

কুণালের দাবি, লক্ষীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছেন না, তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক সরকার তরফে। আর জি করের উত্তপ্ত আবহে গতকাল সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, ”যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চাইছেন না, তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক।”

আর জি কর ইস্যুতে আন্দোলনে নেমেছে গোটা বাংলা। গোটা ঘটনার বিচার চেয়ে দিকে দিকে পথে নামছেন সাধারণ মানুষ। এই নিয়ে কটাক্ষ করে কুণাল লেখেন, ”ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল-আপ করুন।” প্রসঙ্গত, নৃশংসভাবে মেয়েকে হত্যার পর নির্যাতিতা চিকিৎসকের মা এক সংবাদমাধ্যমে বলেছিলেন, ”কন্যাশ্রী বা লক্ষ্মীর (Lakshmir Bhandar) ভান্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার আগে তাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত কি না, তা নিয়ে এক বার ভাববেন। সকলের কাছে সেই অনুরোধ রইল।”

Kunal Ghosh

আরও পড়ুন: ‘সন্দেহজনক’, আরজি কর-কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের ‘নজরে’ এই মহিলা! সামনে এল পরিচয়

এরপরই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরব হন অনেকেই। এমনকি মমতা সরকারের পুজো উপলক্ষে দেওয়া অনুদানও গ্রহণ করবে না বলে ঘোষণা করেছে একাধিক ক্লাব। এই আবহে কুণাল লিখলেন, ”আমরাও আরজি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই। তবে কুরাজনীতি নয়।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর