‘তৃণমূলে ঔদ্ধত্যের ভাইরাস!’ তবু ২৫০-র বেশি আসনের ‘ভবিষ্যদ্বাণী’ কুণাল ঘোষের

Published on:

Published on:

Kunal Ghosh Predicts Over 250 Seats for TMC in 2026 Bengal Assembly Polls

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই দলীয় বার্তায় ফের সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি একদিকে যেমন দাবি করেছেন যে তৃণমূল আগামী ভোটে ২৫০টিরও বেশি আসন পাবে, তেমনি সতর্ক করেছেন দলেরই একাংশের ঔদ্ধত্য নিয়ে।

নেতাদের ‘ঔদ্ধত্য’ নিয়েও কুণালের (Kunal Ghosh) উদ্বেগ

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “নেত্রীর প্রতি মানুষের আস্থা, অভিষেকের প্রতি ভালোবাসা দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসে যদি দলের একাংশের নেতা, কর্মী রাজনীতির আসল অংশটা থেকে সরে গিয়ে ঔদ্ধত্য ও অন্য কিছু ভাইরাসে আক্রান্ত হন, তাহলে কিছু মানুষ, এমনকি দলের কর্মীরাও বিরক্ত হতে পারেন।” তিনি আরও লেখেন, “দলের মধ্যে থেকেই এই বিষয়ে এলাকাভিত্তিতে সতর্ক থাকা দরকার।” অর্থাৎ নিজের দলকেই সরাসরি সতর্ক করলেন তিনি, যাতে অর্গানিক আবেগ ও ভালোবাসা নষ্ট না হয় রাজনৈতিক অতিরিক্ত আত্মবিশ্বাসে।

২৫০টির বেশি আসন পাবে তৃণমূল?

এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেন, “তৃণমূল কংগ্রেস ২৫০টিরও বেশি আসন পাওয়ার জায়গায় রয়েছে।”
তাঁর মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ফলেই মানুষ তৃণমূলের পাশে আছেন। “মুখ্যমন্ত্রী কাজ করেছেন, করে চলেছেন, নজিরবিহীন উপকার হচ্ছে মানুষের। কিছু জায়গায় স্থানীয়স্তরে একটু মেরামতি দরকার। সঠিক লোক চেনা দরকার। ইগো, গোষ্ঠী সরিয়ে মানিয়ে নেওয়া দরকার। শাসকের অর্জিত মেদ বর্জন দরকার।” কুণাল শেষে আহ্বান জানিয়ে বলেন, “অর্গ্যানিক বা স্বাভাবিক আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা বেড়ে চলুক। কৃত্রিম বাতাবরণ বর্জিত থাক।”

২০২৬-এর ভোট কবে?

এদিকে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়া চালু করেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল কমিশন। ৮ দফায় ভোট হয়েছিল ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত, ফলাফল প্রকাশ হয়েছিল ২ মে।

Kunal Ghosh Predicts Over 250 Seats for TMC in 2026 Bengal Assembly Polls

আরও পড়ুনঃ বই আর গানের রয়্যালটি থেকে ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দান মমতার, ১ লক্ষ করে দেবেন মন্ত্রীরাও

২০২৬ সালেও প্রায় একই সময় ভোট হওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ, নির্বাচন কমিশনের সর্বশেষ মিটিংয়ে জানানো হয়েছে, SIR প্রক্রিয়া শেষ হওয়ার তিন মাসের মধ্যেই বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।