“যা আজ মোদী উদ্বোধন করবেন, সবই মমতার ভাবনা”, বাংলায় মোদীর সফরের আগে বিস্ফোরক কুণাল

Published on:

Published on:

Kunal Ghosh says Mamata Banerjee is the real architect of Bengal’s rail projects

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার মেট্রো উদ্বোধন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ দাবি করলেন, ‘যেসব প্রকল্পের উদ্বোধন আজ মোদী করবেন, তার সবকিছুর রূপকার আসলে মমতা বন্দ্যোপাধ্যায়।’

কুণালের (Kunal Ghosh) পোস্টে মমতার ভূমিকা

এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মুহূর্ত। বাংলাকে উজাড় করে নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান দিয়েছেন তিনি। আজ যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেগুলিও মমতাদির ভাবা, অনুমোদন, আর্থিক বরাদ্দ করা।”

এদিন পোস্টে কুণাল (Kunal Ghosh) আরও দাবি করেন যে, এতদিন ধরে যেসব প্রকল্প ঝুলে ছিল, সেগুলি ভোটের মুখে বিজেপি নিজেদের সাফল্য হিসেবে প্রচার করতে চাইছে। তাঁর কথায়, “এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী।”

তৃণমূল নেতার বক্তব্য, বাংলার মানুষ জানেন প্রকৃত কাজ কার। কুণাল (Kunal Ghosh) তাঁর পোস্টে লেখেন, “বাংলার মানুষ জানেন আসল কাজ মমতাদির করা।” তবে, কুণাল ঘোষের এই মন্তব্যের পাল্টা মন্তব্য করেছে বিরোধীরাও। বিরোধীদের মতে, মোদীর সফর ঘিরে কুণালের এই মন্তব্য তৃণমূলের পাল্টা প্রচারের অঙ্গ।

Kunal Ghosh says Mamata Banerjee is the real architect of Bengal’s rail projects

আরও পড়ুনঃ ২৬-এর আগে বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক, গেরুয়া শিবির কে চাপে ফেলতে নতুন কৌশল অভিষেকের

মোদীর মেট্রো উদ্বোধনের আগে কুণাল ঘোষের (Kunal Ghosh) এই বার্তা স্পষ্ট করছে যে, কৃতিত্বের লড়াই ঘিরে রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে। ভোটের মুখে ‘প্রকল্পের আসল রূপকার কে’ এই প্রশ্নকেই সামনে এনে বিজেপিকে এখন আক্রমণ করতে চাইছে তৃণমূল। তবে, বিরোধীদের একাংশের দাবি, ‘চিন্তা যারই হোক আসল কাজ করেছেন মোদীই।’