বাংলাহান্ট ডেস্ক : নিরাপত্তা বাড়ল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এক্স ক্যাটাগরির বদলে এবার থেকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা পাবেন তিনি। কিন্তু কেন হঠাৎ এহেন সিদ্ধান্ত নবান্নের? তবে কি নিরাপদ বোধ করছেন না এই নেতা?
এতদিন অবধি কুণাল ঘোষ যেখানেই যেতেন তাঁর সঙ্গে থাকতেন দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। সারদা কান্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে কুণাল ঘোষকেও মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। এই জেরার কাজটি সারা হয় মেঘালয়ের শিলং শহরে। সেই সময়তেই কুণালের নিরাপত্তার কথা ভেবে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল এমপি-এমএলএ কোর্ট। এতদিন অবধি বজায় ছিল সেই নির্দেশই। কিন্তু এবার এই নিরাপত্তায় হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল নবান্ন।
নবান্নের নির্দেশমত ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পাবেন এই নেতা। এখন থেকে তিনি যেখানেই যাবেন তাঁর গাড়ির সঙ্গে যাবে একটি ‘এসকর্ট’ গাড়ি। সঙ্গে থাকবেন এক অফিসার সহ চার সশস্ত্র দেহরক্ষী।
এই ব্যাপারে কুণাল ঘোষ জানান,’ রাজ্য সরকার মনে করেছে তাই বাড়িয়েছে। এ ব্যাপারে আমার কিছুই বলার নেই।’ কিন্তু হঠাৎ করে কেন কুণাল ঘোষের নিরাপত্তা নিয়ে চিন্তিত হল নবান্ন? একপক্ষের দাবি, সম্প্রতি রাজ্য রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূলের এই মুখপাত্র। বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচীতে অংশ নিতেও দেখা যাচ্ছে। একই সঙ্গে একাধিক ইস্যুতে বিস্ফোরক দাবি এনে সবরও হয়েছেন তিনি। এই সমস্ত কারণেই দলের এই বলিয়ে কইয়ে নেতাকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চায় না তৃণমূল।
অন্যদিকে মমতা-অভিষেক মতানৈক্যের জল্পনায় তোলপাড় রাজ্য। অনেকেরই দাবি অভিষেক ঘনিষ্ঠদের ‘জব্দ’ করতে চাইছে দল। বিভিন্ন বিতর্ক নিয়েও তোলপাড় দলের অন্দর মহল। এহেন পরিস্থিতিতে অভিষেক এবং মমতা উভয় ঘনিষ্ঠ কুনালের নিরাপত্তা বৃদ্ধি করে যে বিতর্কে জল ঢেলে খানিক ভারসাম্য আনতে চাইল দল, এমনটাও মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের।