“যা মুখে আসবে তাই বলবেন”, অভয়ার বাবাকে আইনজীবীর চিঠি কুণালের, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ‘অভয়া’র বাবাকে এবার আইনজীবীর চিঠি পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর আইনজীবী আইনি নোটিশ দিয়েছেন আরজিকরের নিহত চিকিৎসকের বাবাকে। ক্ষোভ উগরে দিয়ে কুণাল হুঁশিয়ারি দিয়েছেন, ক্ষমা যদি না চান অভয়ার বাবা, তবে তিনি মামলা করবেন। কিন্তু হঠাৎ এত ক্ষোভের কারণ কী তৃণমূল মুখপাত্রের?

অভয়ার বাবাকে মামলার হুমকি কুণালের (Kunal Ghosh)

এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ (Kunal Ghosh) লিখেছেন, ‘অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন।’

Kunal ghosh sent legal notice to abhaya's father

কী অভিযোগ তৃণমূল নেতার: অভয়ার বাবার বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন কুণাল (Kunal Ghosh)। ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘উনি মিডিয়াকে বলেছেন,” সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” ওঁরা যাদের মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর ৪ দিন সময় দিয়েছে। তারপর মামলা করব।’

আরও পড়ুন : তিন বছর পেরিয়ে নতুন নায়কের এন্ট্রি, সৌম্যদীপ কি বিদায় নিচ্ছেন ‘জগদ্ধাত্রী’ থেকে?

আগেও হয়েছে বিতর্ক: নবান্ন অভিযানের পরেই বিজেপির বিরুদ্ধে সরব হন কুণাল ঘোষ (Kunal Ghosh)। অভয়ার মা অভিযোগ করেছিলেন, পুলিশের লাঠিচার্জেই আহত হয়েছেন তিনি। পালটা তৃণমূল নেতা দাবি করেন, বিজেপি নেতা কৌস্তভ বাগচী তাঁকে ঠেলে ফেলে দিয়েছেন। এর উত্তরও দিয়েছিলেন অভয়ার বাবা।

আরও পড়ুন : ছি ছি! প্রথম দিনেই এসি লোকাল থেকে পাকড়াও বিনা টিকিটের যাত্রী, কত টাকা পড়ল জরিমানা?

তিনি স্পষ্টই বলেন, কুণাল ঘোষকে (Kunal Ghosh) যখন তাঁরা চিনতেন না, তখনও চিনতেন কৌস্তভ বাগচীকে। তিনি তাঁদের কাছে ছেলের মতোই। বিজেপি নেতার সঙ্গে তাঁদের পরিচয়ের বিষয়ে বলতে গিয়ে নিহত চিকিৎসকের বাবা জানান, তাঁর মেয়ের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল কৌস্তভ বাগচীর। তিলোত্তমার পেশেন্ট ছিলেন তিনি। তাঁর সম্পর্কে এমন কথা শুনতেও খারাপ লাগছে বলে মন্তব্য করেন অভয়ার বাবা।