ডিসেম্বরে বড় চক্রান্ত করার প্ল্যান! শুভেন্দু-নিশীথের মন্তব্য নিয়ে বিস্ফোরক কুণাল

বাংলাহান্ট ডেস্ক : ‘ডিসেম্বরেই তৃণমূল সরকার (TMC Government) শেষ!’, এমন দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রায়ই করে থাকেন। একবার তিনি বলেছিলেন, ‘ডিসেম্বরেই ডুগডুগি বাজাব৷’ আবার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকে৷

নিশীথ একবার বলেছিলেন, ‘তৃণমূলের বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন৷’ সম্প্রতি মিঠুন চক্রবর্তীর (Mithun Chakrabarty) মুখেও এমন কথা শোনা যায়। এ বার এই সব বিষয় নিয়েই তীব্র প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ তিনি শুভেন্দু ও নিশীথকে তীব্র ভাষায় ভাষায় আক্রমণ করলেন এদিন৷

সাংবাদিকদের প্রশ্নে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘বিজেপি ২৪-এ ক্ষমতায় আসার জায়গায় নেই। তাই নখ দাঁত বের করে সরকারকে বিরক্ত করার চেষ্টা করছে। হাঁটু কাঁপছে। তাই বড়-বড় কথা বলছে। ওরা বারবার ডিসেম্বরের কথা বলছে। তার মানে কোনও বড় একটা চক্রান্ত হচ্ছে। যার সঙ্গে গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই। চক্রান্তের সম্পর্ক রয়েছে।’

গেরুয়া শিবিরের বিরুদ্ধে আরও তোপ দাগেন কুনাল। তিনি এদিন বলেন, ‘এরা জনভিত্তিহীন নেতা। বাংলার মানুষ এদের চক্রান্ত রুখবেই।’ কুণাল ঘোষ এর পরই সরব হন দল বদল নিয়ে নিশীথের করা বক্তব্যের বিরুদ্ধে। এই বিষয়ে তিনি বলেন, ‘একুশের নির্বাচনের মুখেও তো এই কথাগুলোই শুনেছিলাম। রোজ যোগদান মেলা হয়েছে। যাঁরা গেছিলেন তাঁরা তো আবার সব ফিরে আসছেন। বিজেপিকে বুঝতে হবে, নিজেদের কর্মীদের চাঙ্গা রাখতে এগুলো বলতে হবে। এছাড়া ওদের আর কোনও উপায় নেই।’

Sudipto

সম্পর্কিত খবর