বাংলা হান্ট ডেস্ক : ঘটে গেছে ভয়ংকর দুর্ঘটনা। মর্মান্তিক বিস্ফেরণে প্রাণ গেছে একাধিক ব্যক্তির। এগরা কাণ্ড নিয়ে এই মুহুর্তে তোলপাড় গোটা রাজ্য। এবার বিস্ফোরণের জন্য অধিকারী পরিবারকেই দায়ী করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে আক্রমণ করলেন করলেন বিজেপিকে (Bharatiya Janata Party)।
এগরা কাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনীতির খেলা। ঘটনার জন্য বারবার রাজ্য ও পুলিসকে নিশানা করেছে বিজেপি। এবার পালটা তোপ দাগলেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে দাবি করলেন, বিস্ফোরণে অভিযুক্ত ভানু আদতে অধিকারী পরিবারেরই ঘনিষ্ঠ। ফলে গোটা বিষয়টি বিজেপির অজানা নয়। এই দুর্ঘটনার দায় অধিকারী পরিবারের।
এদিন কুণাল বলেন, ‘এগরার ঘটনার জন্য আগাগোড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজেপি সরকার দায়ী। কেন্দ্র টাকা দিচ্ছে না। আমাদের বঞ্চিত করা হচ্ছে এটা আমরা বলছিলাম বহুদিন ধরে। এবার কার্যক্ষেত্রে তার কতটা প্রভাব পড়ছে, এই ঘটনা তার প্রমাণ। পয়সার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে বাজি কারখানায় কাজ করছে মানুষ।
কুণাল ঘোষ আরও দাবি করেন, ‘ওখানকার এমপি কে? দিলীপ ঘোষ। পঞ্চায়েত সদস্য কে?ঘটনার পিছনে যার নাম শোনা যাচ্ছে ভানু বাগ। তিনি আগে সিপিএম ছিলেন। পরে শুভেন্দু অধিকারীর ছায়ায় তৃণমূলে এসেছেন। ওখানে নমিনেশন কে দিত? ঘটনার দায় অধিকারী প্রাইভেট লিমিটেডের।’ ভানু বাগের গ্রেফতার হওয়া নিয়েও বিভিন্ন রকম দাবি করছে বিজেপি।
কুণাল এই প্রসঙ্গে বলেন, ‘বদ্ধ উন্মাদ। ধরা না পড়লে বলবে ধরা পড়ছে না। ধরা পড়লে বলবে কেন পড়েছে? চোর চিটিংবাজ। নিজে সিবিআই থেকে গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়ে বসে আছে’।