উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য, কুণাল ঘোষকে থানায় ডাকল আগরতলা পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষকে ভগবান রামচন্দ্র ও সীতা মাতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য কোর্টে শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘অযোধ্যার রাম রাজত্বে রাজার সিংহাসনে রামচন্দ্র ছিলেন। কিন্তু রানির আসনে মা সীতা ছিলেন না কেন? মা সীতাকে কেন অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল? কেন লব-কুশকে জঙ্গলে জন্ম নিতে হয়েছিল? কেন মা সীতাকে অপমানে, লজ্জায় অতল প্রবেশের মধ্যে দিয়ে আত্মহত্যা করতে হয়েছিল? বিজেপির রামায়ণে সীতাদের কোনও জায়গা নেই।”

ওই ভিডিও ভাইরাল হওয়ার পর আগরতলার পুলিশ তৃণমূল নেতা কুণাল ঘোষকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ জারি করে। শুক্রবার একটি নোটিশ জারি করে কুণাল ঘোষকে শনিবারই থানায় হাজিরা দিতে বলা হয়। কুণালের বিরুদ্ধে নোটিশ জারি হওয়ার পর ঘটনার নিন্দায় সরব হয়েছে ত্রিপুরা তৃণমূল।

তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে, ভয় পেয়ে কাপুরুষ বিপ্লব দেবের সরকার এমন তুঘলকি ফরমান জারি করছে। বাংলার জন্য নতুন নিয়ম জারি করেছে ওঁরা। RTPCR টেস্ট ছাড়া বাংলার মানুষকে ত্রিপুরায় ঢুকতে দেবে না বলেছে, তাহলে অসম থেকে কেন মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে? সেখান থেকে ওনার কি দাদারা, জেঠুরা আসেন এখানে?

অন্যদিকে, কুণাল ঘোষ বলেছেন যে ওনার বিরুদ্ধে যেই মামলা করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, আমাকে রাতে খোঁজাখুঁজি করছিল শুনলাম। আমাকে না পেয়ে পরে সুবল ভৌমিকের কাছে নোটিশ দিয়ে যায়। নজিরবিহীন ভাবে মামলা করার একদিনের মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশ জারি করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর