বাংলাহান্ট ডেস্ক : সামনেই আসছে পঞ্চায়েত ভোট। আর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে শাসক ও বিরোধী তরজা যেন তুঙ্গে উঠেছে। একের পর এক বাক্যবাণে পরস্পর পরস্পরকে বিদ্ধ করে চলেছেন। সব মিলিয়েই উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ
একের পর এক কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) উদ্দেশ্যে।
শুভেন্দুকে নিশানা করে আজ কুণাল (Kunal Ghosh) বলেন,”ওনার জানা উচিত ছিল জল ধরো, জল ভরো সাকসেসফুল। সেন্সাস বেরিয়েছে জল নিয়ে। সেখানে প্রশংসা করা হয়েছে বাংলার। তাহলে গরম কেন দিল্লি, রাজস্থানে? ছোট-বড় জলাধার সবথেকে বেশি বাংলায়। এখানে জল সংকট হচ্ছে না। দেখে নিন ওয়াটার বডি সেন্সাস রিপোর্ট। আমাদের ভাগ্য ভালো শুভেন্দু বলেনি এত গরমের জন্য তৃণমূল দায়ী।”
নিয়োগ দুর্নীতি কান্ডে আদালত সম্প্রতি নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালতের সেই নির্দেশ মেনে সিবিআই এদিন হানা দেয় তাপস সাহার বাড়িতে। সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে কুণাল বলেছেন, “কোনও মন্তব্য করবো না তাপস সাহাকে নিয়ে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার আইনজীবীর মাধ্যমে লড়াই করুন। ওনার অধিকার নেই লঘু কথা বলার।”
আজ সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, “চাকরি দিতে চায় রাজ্য সরকার। কিন্তু বাংলায় মিলিত রাজনৈতিক শক্তি আদালতে গিয়ে মামলা করে চাকরি আটকে দিচ্ছে। দাবি থাকতেই পারে ডিএ নিয়ে। কিন্তু বাস্তব পরিস্থিতি সবাইকে বুঝতে হবে। আলাদা করে দেখছে প্রশাসন।” তিনি আরও জানান, “রাজনৈতিক পর্যটকরা আবার আসছেন। অনেক মৃতদেহ দেখে রাজনীতি করবে। এরা উত্তরপ্রদেশ যায় না। কিন্তু এখানে তদন্ত হবার আগেই চলে আসে।”