লকেটকে নিয়ে ফের বাড়ল জল্পনা, কুণাল ঘোষের ট্যুইটে রাজ্য রাজনীতিতে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের হাইভোল্টেজ উপনির্বাচন হতে চলেছে ভবানীপুরে। বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে বারবার গিয়েছিলেন। কিন্তু সেখানে দেখা যায়নি বিজেপির তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। দিন কয়েক আগে লকেট চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার খবরও ছড়িয়ে পড়েছিল চারিদিকে। কিন্তু এরপর খোদ সাংসদ মুখ খুলে বলেন, তাঁকে নিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে।

আর এবার আরও একবার হুগলীর সাংসদকে ঘিরে জল্পনার সৃষ্টি হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) একটি ট্যুইট করে সেই জল্পনা বাড়িয়েছেন। কুণালবাবু ট্যুইট করে লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভবানীপুরে প্রচারে না যাওয়ার জন্য বিজেপির স্টার প্রচারক লকেট চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। বিজেপির তরফ থেকে বারবার অনুরোধ করা স্বত্বেও আপনি সেখানে যাননি। আপনি যেখানেই থাকুন না কেন, বন্ধু হিসেবে আপানর সাফল্য কামনা করছি।” কুণাল আরও লেখেন, ‘আশাকরি সেই দিনটা আবারও ফিরে আসবে, যেদিন আপনি নিজের রাজনৈতিক জীবনের শুরু করেছিলেন।”

কুণাল ঘোষের এই ট্যুইটের পরেই লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকের মতেই একদা কুণাল ঘোষের হাত ধরেই রাজনীতিতে পা রেখেছিলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল থেকে রাজনৈতিক জীবন শুরু করে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর বিজেপির টিকিটে লোকসভার সাংসদ হন লকেট।

এখন প্রশ্ন হচ্ছে, এবার কী বাবুল সুপ্রিয়র মতো লকেটও পদ্মবন ছেড়ে ঘাসফুল শিবিরের দিকে পা বাড়াচ্ছেন? যদিও, খোদ লকেট এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি এও বলেছেন যে, বিজেপির সঙ্গেই আছেন তৃণমূলে যোগ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। তবে এটা ঠিক যে, এখনও যাদের নিয়ে জল্পনা উঠেছে তাঁরা একদিন আগে আর পরে সেই জল্পনা সত্যি প্রমাণ করেছে। মুখেই যতই বলুক না কেন, তাঁরা কাজে ঠিক উল্টোটাই করেছেন। এবার লকেটের ক্ষেত্রেও একই জিনিস হবে নাকি, সেটা সময়ইক বলে দেবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর