ফুটবল খেলতে গিয়ে মাঠেই ভেঙেছিলেন পা! আজ জটিল অস্ত্রোপচার দুঁদে নেতা কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের (Football) ফাইনালে খেলতে নামেন তৃণমূল (TMC) মুখপাত্র। খেলার ময়দানেই ঘটে দুর্ঘটনা। পা ভাঙেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, পায়ের হাড় ভেঙেছে কুণালের।

পরে পরীক্ষায় জানা যায় বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে কুণালের। তিনি নিজেই সোশাল মিডিয়ায় তার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন।সেইসময় তাৎক্ষণিক প্লাস্টার ও ব্যথা কমানোর ওষুধ দেওয়া হলেও চিকিৎসকেরা জানিয়েছিলেন ফিবুলা ফের জুড়তে জটিল অস্ত্রোপচার প্রয়োজন। আজ বুধবার সকালেই শহরের একটি বেসরকারি হাসপাতালে নেতার পায়ে অস্ত্রোপচার (Surgery) করে প্লেট বসানো হবে বলে জানা গিয়েছে।

সেই সময় নিজের অসুস্থতার কথা জানিয়ে নিজের ফেসবুক থেকে কুণাল লিখেছিলেন, ‘‘১৯৯৭ সাল থেকেই এতে (এই টুর্নামেন্টে) খেলছি… (পায়ের) এক্স রে হয়েছে। ফিবুলাতে বড় ফ্র্যাকচার।’’ পাশাপাশি বলেছিলেন, চিকিৎসক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং পার্থ সরকারের সিদ্ধান্তে তার পায়ে প্লাস্টার হয়েছে। অস্ত্রোপচারের কথাও জানিয়েছিলেন তিনি।

তবে পা ভাঙলেও চুপটি বসে থাকেননি তৃণমূল মুখপাত্র। ভাঙা পা নিয়েই সমস্ত দলীয় কর্মসূচিতে দাপটের সঙ্গে উপস্থিত থেকেছেন। বুধবার হাসপাতালে ভর্তির আগে পর্যন্ত প্রায় সকল কর্মসূচিতেই অংশ নেন তিনি। শুধু রবিবার পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচিতে ভাগ না নিতে পারায় দলের কর্মী ও সাধারণ মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেন।

kunal football

এদিন সকালে হাসপাতালে ভর্তির আগেও ফেসবুকে নিজে লিখে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। মুখপাত্র লেখেন, ”শুভানুধ্যায়ীদের ভালোবাসা আমার বিরাট শক্তি। আর একটু পরে বাঁ পায়ে অস্ত্রোপচার। প্লেট বসবে। চোটটা এত বড়, ফিবুলা ভাঙবে, প্রথমে বুঝতেও পারিনি। সাংবাদিকতা বা রাজনীতির নির্দিষ্ট কাজের বাইরেও আমি নানাভাবে জীবনের স্রোতে থাকতে ভালোবাসি। আশা করি সব ঠিকঠাক থাকবে। কিছু কুকুর শুয়োরের আক্রমণ আমার বিনোদন, উৎসাহের উপাদান। আমি আত্মবিশ্বাসী, ঈশ্বর আমাকে দ্রুত সব কাজে ফেরার অনুমতি দেবেন। যারা আগলে রাখতেন, সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর