একা নয় দোকা! এনাকে হুইলচেয়ারে বসিয়েই কার্নিভালে হাঁটলেন কুণাল! কে এই নারী ?

বাংলা হান্ট ডেস্ক : রেড রোডের পুজো কার্নিভালে কুনাল ঘোষকে (Kunal Ghosh) দেখা গেল অন্যভাবে। অন্যান্য বছরের তুলনায় এবারের দুর্গাপুজো  ছিল একেবারে আলাদা। আরজিকরের প্রতিবাদ আন্দোলনের মাঝে কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে তৈরি হয়েছিল প্রশ্ন। এই পরিস্থিতিতে পুজোর কার্নিভাল হবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন ছিলই। কিন্তু এত কিছুর পরেও রেড রোডে পুজোর কার্নিভাল হল ঠিকই।

রেড রোডের কার্নিভালে কার সাথে হাঁটলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)

তবে অন্যান্য বারের তুলনায় একটু অন্যরকম। আরজিকর কাণ্ডের পর থেকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন অনেকটাই কোণঠাসা। তবে এই পরিস্থিতিতেও লড়াকু সৈনিকের মত দলের হয়ে একাই লড়ে যাচ্ছেন  তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এদিনের কার্নিভালে তারকা শিল্পীদের ভিড়ে হাজির  ছিলেন কুনাল-ও (Kunal Ghosh)।

তবে এদিন তিনি হাজির হয়েছিলেন একটু অন্যভাবে। পুজো কার্নিভালে রামমোহন সম্মিলনীর  হয়ে প্রদর্শনীতে পা মেলানের কুনাল (Kunal Ghosh)। হুইলচেয়ারে এক মহিলাকে বসিয়ে নিয়ে এগিয়ে চলেন তিনি। এদিন সেই হুইল চেয়ারে যিনি বসেছিলেন তিনি আসলে শিল্পী নমিতা বিশ্বাস। ঠাকুরনগরের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী তিনি।

আরও পড়ুন : মণ্ডপে ভিড় দেখে বুঝলাম উৎসব হয়েছে! রেড রোডের পুজো কার্নিভাল নিয়ে বিস্ফোরক ‘মিঠাই’ সৌমিতৃষা

তবে পায়ের সমস্যা থাকার কারণে তিনি ঠিক করে হাঁটতে পারেন না। কিন্তু তাঁর  হাতের জাদু অনবদ্য। শিল্পীর হাতের তৈরি ঝিনুকের গয়নাতে সেজেছিলেন রামমোহন সম্মিলনীর প্রতিমা। সেই শিল্পী কে এদিনের কার্নিভালে হুইলচেয়ারে বসিয়ে হাঁটতে দেখা গেল কুনাল ঘোষকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছেন তৃণমূল মুখপাত্র।

সেই সাথে কুনাল জানিয়েছেন নমিতার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে তাঁর শিল্পকর্মের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একটি ময়ূরের  পেখমের  পাখা উপহার দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে একটি পোস্টে কুনাল ঘোষ লিখেছেন, ‘পুজো কার্নিভালে রামমোহন সম্মিলনী। হুইল চেয়ারে নমিতা বিশ্বাস। ঠাকুরনগরের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী। পায়ের সমস্যা। কিন্তু হাতের ঝিনুকের কাজ অসামান্য। প্রতিমার সব গহনা ওঁর করা। মমতা বন্দোপাধ্যায় ওঁর প্রশংসা করে একটি ময়ূরপেখমের পাখা উপহার দিলেন।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর