বিতর্কে ক্রুনাল পান্ডিয়া, মাঠের ভিতর সতীর্থ অনুকূল রায়ের দিকে ছুঁড়ে দিলেন ময়েশ্চারাইজার

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েক মাস ধরে মাঠের ভেতর সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণের জন্য বারবার খবরের শিরোনামে এসেছে হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুনাল পান্ডিয়ার নাম। মাঠের ভিতর ক্রুনাল পান্ডিয়া তার সতীর্থদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেন না এমনই অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। কয়েক মাস আগে ঘরোয়া ক্রিকেটে ক্রুনাল পান্ডিয়ার বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগ এনেছিলেন বারোদায় তার সতীর্থ দীপক হুডা।

বৃহস্পতিবার আইপিএলের 24 তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়েলস। ক্রুনাল পান্ডিয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন রাজস্থানের ব্যাটসম্যানরা। তবে মুম্বাইয়ের বোলারদের দাপটে নির্ধারিত কুড়ি ওভার শেষে 171 রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।

https://twitter.com/pant_fc/status/1387763190386278401?s=20

এইদিন রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট প্রমোট করে ক্রুনাল পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া এবং কায়রন পোলার্ড এর আগে ব্যাটিং করতে পাঠানো হয় তাকে। ব্যাট হাতে অবশ্য হতাশ করেননি ক্রুনাল। তবে ফের একবার মাঠের ভিতরে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিলেন নেট নাগরিকরা। এইদিন ব্যাটিং এর সময় সতীর্থ খেলোয়ারকে ময়শ্চারাইজার আনার জন্য আবেদন করেন ক্রুনাল পান্ডিয়া। মুম্বাইয়ের ক্রিকেটার অনুকূল রায় ময়শ্চারাইজার নিয়ে আসেন। সেটি ব্যবহার করার পরেই কৌটোটি অনুকূল রায়ের থেকে ছুড়ে দেন ক্রুনাল। আর ক্রুনাল পান্ডিয়ার এমন ব্যবহার ভালোভাবে নেয়নি নেটনাগরিকরা। তারা ক্রুনালের এমন ব্যবহারের জন্য তার তীব্র সমালোচনা করেছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর