উইলিয়ামসনের পর ফের বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন না এই অলরাউন্ডারও

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই হতে চলেছে ভারত নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ। ব্যস্ত সময় সূচির কারণে অনেক খেলোয়াড়ই সময় মত বিশ্রাম নিতে পারছেন না। আর সেই কারণেই একদিকে যেমন বিসিসিআই দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে, তেমনি অন্যদিকে নিউজিল্যান্ড শিবিরেও বিশ্রাম নিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার ফের নিউজিল্যান্ড শিবির থেকে সামনে এল একটি বড় খবর।

জানা গিয়েছে, শুধু উইলিয়ামসন নয় নিউজিল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার কাইল জেমিনসনও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে চান না। বরং আগামী টেস্ট সিরিজের দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি। জানিয়ে রাখি নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। এই টেস্ট সিরিজটি হবে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ। তাই এক্ষেত্রে কোনও খামতি রাখতে চায় না নিউজিল্যান্ড।

সেই কারণেই কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, “কেন এবং কাইলের সাথে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তারা টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। তারা উভয়েই টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন এবং আমি মনে করি আপনি দেখতে পাবেন যে টেস্ট দলের অন্য কিছু খেলোয়াড়ও পুরো সিরিজে খেলবেন না। পাঁচ দিনে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এবং তিনটি ভিন্ন শহরে ভ্রমণের সাথে ভারসাম্য বজায় রাখার সময় এসেছে। এটা খুবই ব্যস্ত সময়।”

প্রসঙ্গত সকলেই জানেন প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল এই ভারত এবং নিউজিল্যান্ডই। সেবার সাউথহ্যাম্পটনে বাজি জিতে নিয়েছিল কেন উইলিয়ামসনের কালো ঘোড়ারা। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতে অবশ্যই ভারত চাইবে নিউজিল্যান্ডকে পরাস্ত করে শীর্ষস্থান বজায় রাখতে।

images 2021 11 17T124150.012

ভারত-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিঃ

১ম টি-টোয়েন্টি ম্যাচ: ১৭ নভেম্বর (সাওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর)
২য় T20I ম্যাচ: 19 নভেম্বর (JSCA ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি)
3য় T20I ম্যাচ: 21 নভেম্বর (ইডেন গার্ডেন, কলকাতা)

১ম টেস্ট ম্যাচ: ২৫ থেকে ২৯ নভেম্বর (গ্রিন পার্ক, কানপুর)
২য় টেস্ট ম্যাচ: ৩য় থেকে ৭ই ডিসেম্বর (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই)

 

Abhirup Das

সম্পর্কিত খবর