দুদিন বাদেই বিয়ে, ‘দিদি নাম্বার ওয়ান’এ প্রেমিকাকে নিয়ে জমিয়ে আইবুড়োভাত খেলেন ঋতজিৎ

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাদের মধ‍্যে একজন ঋতজিৎ চট্টোপাধ‍্যায় (Hritojeet Chatterjee)। জি বাংলায় ‘আমার দূর্গা’ সিরিয়ালে তাঁর অভিনয়ের স্মৃতি অনেকের মনেই এখনো টাটকা। খুব বেশি সিরিয়ালে দেখা যায়নি ঠিকই, তবে অনুরাগীর সংখ‍্যা কম নয় ঋতজিতের। তবে তাঁর মহিলা অনুরাগীদের জন‍্য রয়েছে একটা খারাপ খবর। খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা।

দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা তেওয়ারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ঋতজিৎ। সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’এ জুটি স্পেশ‍্যাল পর্বে প্রেমিকাকে নিয়ে এসেছিলেন তিনি। এতদিন সম্পর্কের ব‍্যাপারে মুখে কুলুপ এঁটে থাকলেও এদিন প্রেমিকাকে সঙ্গে নিয়ে শুধু খেলায় অংশগ্রহণই করেননি তিনি, পাত পেড়ে আইবুড়োভাতও খেয়েছেন ঋতজিৎ।

IMG 20220522 215046
অর্পিতা জানালেন, তিনিও চেয়েছিলেন দিদি নাম্বার ওয়ানের মতো মঞ্চে এসে সম্পর্কটাকে আনুষ্ঠানিক করতে। তাই ঋতজিৎও এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন। যদিও সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই অর্পিতার সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করে থাকেন তিনি।

https://www.instagram.com/reel/CZt4OnGlFEi/?igshid=YmMyMTA2M2Y=

ঋতজিৎ জানান, এক কমন বন্ধুর মাধ‍্যমে তাঁদের প্রথম আলাপ হয়। প্রথম দেখাতেই অর্পিতাকে মনে ধরেছিল অভিনেতার। অর্পিতার মধ‍্যেই নিজের ‘সোলমেট’কে খুঁজে পেয়েছিলেন তিনি। তারপর ওই কমন বন্ধুটির মাধ‍্যমে ফোন নম্বর নিয়ে মেসেজ করলেও উত্তর দেননি অর্পিতা। এমনকি পরবর্তীকালে তাঁর সঙ্গে আলাদা করে একটু কথা বলার আর্জি জানালেও সরাসরি ‘না’ বলে দেন ঋতজিৎকে।

প্রথম বার কারোর থেকে না শুনে একটু অবাকই হয়েছিলেন ঋতজিৎ। তারপ‍র অবশ‍্য কাছাকাছি আসেন দুজনে‌। সেখান থেকে প্রেম আর অবশেষে আগামী ২৫ মে বিয়ের পিঁড়িতে বসছেন ঋতজিৎ ও অর্পিতা। এদিন দুজনকে পাত পেড়ে বসিয়ে আইবুড়োভাত খাওয়ান রচনা বন্দ‍্যোপাধ‍্যায়।

https://www.instagram.com/p/Cd0H0IZOihJ/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘লালকুঠি’ সিরিয়ালে শৌর্য চরিত্রে অভিনয় করছেন ঋতজিৎ। পর্দায় বিক্রম ওরফে রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়ের দাদা তিনি। সপ্তাহ কয়েক আগে শুরু হয়েও টিআরপি তালিকায় পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে লালকুঠি।

Niranjana Nag

সম্পর্কিত খবর