টাকা নেই, তাই নতুন কোনো প্রকল্প শুরু করবে না মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে টান পড়েছে ভারতের (india) ভাঁড়ারে, তাই নতুন করে কোনো প্রকল্প শুরু করা হবে না। সাংবাদিক সম্মেলনে আজ একথাই জানালেন মোদি সরকারের (modi government) অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। (nirmala sitaraman)

আজ অর্থমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, করোনা মহামারীর কারনে জনসাধারণের বিপুল আর্থিক চাহিদা বর্তমান। তাই উদীয়মান ও পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংস্থান ব্যবহার করতে হবে।

The Minister of State for Commerce Industry Independent Charge Smt. Nirmala Sitharaman addressing a press conference in New Delhi on October 14 2016

 

পাশাপাশি ইতিমধ্যেই যে সব প্রকল্পকে বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে সেগুলিও ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। প্রতিদিনই হুহু করে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ এর কথা মাথায় রেখে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল সরকারকে।

ইতিমধ্যেই করোনা সংক্রমণ ও লকডাউনের কারনে বিপুল পরিমান আর্থিক ক্ষতি হয়েছে সরকারের। তাই এই মুহুর্তে দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করাকেই পাখির চোখ করেছে সরকার। ইতিমধ্যেই MSME খাতে ২০ হাজার কোটি টাকা ঘোষনা করেছে বিজেপি সরকার।

নগর আবাসন মন্ত্রক একটি বিশেষ ক্ষুদ্র ঋণ প্রকল্প এর ঘোষনা করেছে। ছোট ছোট দোকান বা রাস্তার বিক্রেতারা এই প্রকল্পে ঋণ পাবেন। দীর্ঘকাল স্থায়ী এই ঋণের সুবিধা পাবেন 50 লক্ষাধিক দোকানদার।

এছাড়া সারা দেশে ছয় মিলিয়নেরও বেশি এমএসএমই রয়েছে। করোনভাইরাস মহামারীর পরে, প্রধানমন্ত্রী এই খাতের গুরুত্ব বিবেচনা করে এমএসএমইগুলির জন্য বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন। 20,000 কোটি টাকার একটি প্যাকেজ এমএসএমইদের জন্য অনুমোদন হয়েছে।

সম্পর্কিত খবর