রাত হলেই ক্যাম্পাসে মদের আসর? কোথায় সিসিটিভি! ছাত্রীর রহস্যমৃত্যুতে ফের প্রশ্নের মুখে যাদবপুরের নিরাপত্তা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavapur University) ফের ছাত্রীর রহস্যমৃত্যু। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে ঝিল থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ওই ছাত্রীর দেহ। একাধিক প্রশ্ন তুলে দিয়েছে এই মৃত্যু। রাত ১০ টার পরেও কেন সাংষ্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হল বিশ্ববিদ্যালয় (Jadavapur University) ক্যাম্পাসের ভেতরে? একইসঙ্গে ক্যাম্পাসেই মদ্যপানের আসর বসেছিল কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavapur University) ছাত্রীর রহস্যমৃত্যু

জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি নিমতায়। বিশ্ববিদ্যালয়ে (Jadavapur University) ড্রামা ক্লাবের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল। পার্কিং লটে চলা সেই অনুষ্ঠান দেখতেই এসেছিলেন তিনি। জানা গিয়েছে, রাত ৯ টা ৫৫ মিনিট নাগাদ বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন ওই ছাত্রী। পার্কিং লটের উল্টো দিকেই রয়েছে ওই ঝিল। কোনোভাবে সেখানে পড়ে যান তিনি। অনুষ্ঠানের জন্য জোরে লাউড স্পিকার বাজতে থাকায় এবং বড় আলো নিভিয়ে রাখায় ছাত্রীকে কেউ পড়ে যেতে দেখেনি বা তাঁর চিৎকার শুনতে পায়নি।

Lack of security issue in Jadhavpur university incident

মদের আসর বসেছিল ক্যাম্পাসে: প্রায় মিনিট দশেক ঝিলের জলে ভাসার পর কারোর চোখ পড়ে সেদিকে। তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয়। জ্ঞান না ফেরায় পাশে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ওই ছাত্রীকে ঝিল থেকে উদ্ধার করার পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তখন ঘড়িতে ১০ টা বেজে ৫। রাত দশটার পরেও কেন অনুষ্ঠান চলছিল বিশ্ববিদ্যালয়ে (Jadavapur University)? উঠছে প্রশ্ন। পাশাপাশি পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের (Jadavapur University) মধ্যেই মদের আসর বসেছিল বলে জানা গিয়েছে। ওই ছাত্রীও কি মদ্যপ অবস্থায় ছিলেন? ঝিলের দিকে তিনি কেন গেলেন, তিনি একা ছিলেন কিনা, এই প্রশ্নগুলি উঠছে।

আরও পড়ুন : বাঁচবে দেড় ঘন্টা সময়, তারাপীঠ পর্যটনে আসবে জোয়ার, ৩০০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পে অনুমোদন রেলের

উঠছে একাধিক প্রশ্ন: উল্লেখ্য, ঘটনাস্থল একেবারে নিরাপত্তারক্ষীদের ঘরের পাশেই। অথচ এত বড় ঘটনা কারোর চোখে পড়ল না! সিসিটিভি থাকলেও তার মুখ বাইরের দিকে। এর আগে বিশ্ববিদ্যালয়ে (Jadavapur University) ব়্যাগিং কাণ্ডের পর ক্যাম্পাস চত্বরে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এমতাবস্থায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে।

আরও পড়ুন : ৩০০০০ কোটি থেকে ভাগ কিনা মোটে ১৯০০ কোটি! প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে কাদা ছোড়াছুড়ি করিশ্মার

জানা গিয়েছে, ঝিল থেকে যাঁরা ওই ছাত্রীকে উদ্ধার করেছিল তাঁদের সঙ্গে কথা বলছে পুলিশ। উদ্ধার করার সময় ছাত্রী জীবিত ছিলেন কিনা, তাঁকে কেউ ঝিলে পড়ে যেতে দেখেছিল কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ কাঁটাপুকুর মর্গে হবে ময়না তদন্ত। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের উপরে ভিত্তি করে মামলা রুজু হবে বলে জানা যাচ্ছে।