কাজ করেছেন ১৫০-র ও বেশি ছবিতে, প্রয়াত ‘লগান’ খ্যাত অভিনেতা জাভেদ খান আমরোহি

বাংলাহান্ট ডেস্ক: চারিদিকে আনন্দের মাঝেও বিষাদের ঢেউ বলিউডে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা জাভেদ খান আমরোহি (Javed Khan Amrohi)। ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার ফুসফুস বিকল হয় মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দেখা গিয়েছে প্রয়াত অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে প্রচুর জনপ্রিয় সিরিয়াল এবং সিনেমা। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন শ্বাসকষ্ট জনিত অসুখে। জানা যাচ্ছে, গত এক বছর ধরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন অভিনেতা। নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা করা গেল না। পরিচালক রমেশ তলওয়ার সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুর একটা নাগাদ নার্সিং হোমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাভেদ।

javed khan amrohi

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছিলেন জাভেদ খান আমরোহি। তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু হয় থিয়েটারের মঞ্চ থেকে। ১৯৭০ সাল থেকে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন জাভেদ।

থিয়েটার থেকেই তিনি পা রাখেন টেলিভিশন দুনিয়ায়। বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। এর মধ্যে দূরদর্শনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল নুক্কড়, আনন্দ অকেলাও ছিল। পাশাপাশি লগান, আন্দাজ আপনা আপনা, চক দে! ইন্ডিয়ার মতো ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে জাভেদের অভিনয় নজর কেড়ে নিয়েছে সিনেপ্রেমীদের।

এছারাও টেলিভিশনে মির্জা গালিব এবং সেলুলয়েডের পর্দায় হাম হ্যায় রাহি পেয়ার কে, লাডলা, ইশক, সড়ক ছবিতে অভিনয় করেছিলেন জাভেদ। সড়ক ২ ছবিতেও ফিরেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ওশিওয়ারা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত অভিনেতার।


Niranjana Nag

সম্পর্কিত খবর