‘অনেক জাগো মা হয়েছে…’, তেড়ে মারতে আসেন মেহবুব! সেদিন কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গান গাইতে গিয়ে হেনস্থার মুখে শিল্প লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে শো চলাকালীন এক ব্যক্তি মারমুখী হয়ে মঞ্চে উঠে পড়েন। শিল্পীকে রীতিমতো মারতে উদ্যত হন তিনি। ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। স্তম্ভিত লগ্নজিতা নিজেও। তাঁর দীর্ঘ ১১ বছরের কেরিয়ারে এমনটা কখনও হয়নি বলেও দাবি করেন সঙ্গীতশিল্পী।

ভগবানপুরের ঘটনা নিয়ে সরব লগ্নজিতা (Lagnajita Chakraborty)

ঠিক কী ঘটেছিল সেদিন? ২০ তারিখ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা। টিভি নাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে লগ্নজিতা বলেন, তিনি যখন সপ্তম এবং অষ্টম গানের মাঝে দর্শকদের সঙ্গে কথা বলছেন, তখনই ঘটে ঘটনাটি। এক ভদ্রলোক দৌড়ে স্টেজে উঠে তাঁকে মারতে আসেন। ঘটনাটির ভিডিও রয়েছে বলে জানান শিল্পী।

Lagnajita Chakraborty opened up about stage show incident

কী ঘটান ওই ব্যক্তি: শেষমেষ অবশ্য অন্যান্যরা আটকে দেন ওই ব্যক্তিকে। লগ্নজিতা (Lagnajita Chakraborty) বলেন, ওই ভদ্রলোক তাঁকে মারতে চেয়েও পারেননি। তখন চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে। এবার একটু সেকুলার গা’। তাঁকে তুইতোকারি করা হয় বলেও অভিযোগ করেছেন লগ্নজিতা। ওই ঘটনার পরেই মঞ্চ থেকে নেমে যান তিনি। তাঁর পক্ষে আর অনুষ্ঠান করা সম্ভব ছিল না।

আরও পড়ুন : ‘নির্লজ্জ প্রশাসন’! জয়নগরে হিন্দু দেবীর মূর্তি ভাঙচুরের ঘটনায় মমতা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন শুভেন্দু

এমন ঘটনা প্রথম: পরে জানা যায়, ওই ব্যক্তির নাম মেহবুব মল্লিক। সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিকদের মধ্যে তিনি একজন। ওই ঘটনার পরেই ভগবানপুর থানায় যান লগ্নজিতা। জেনারেল ডায়েরি করেছেন তিনি। লগ্নজিতা বলেন, বিগত ১১ বছর ধরে গান গাইছেন তিনি। অনেক কিছুই হয়। এমনকি এমনও হয় যে কেউ মঞ্চের নীচ থেকে বলল, গান ভালো লাগছে না, নেমে যান। তবে এমন ঘটনা তাঁর শিল্পী জীবনে প্রথম বলে জানান লগ্নজিতা।

আরও পড়ুন : মূর্তির প্রশংসা করেছেন মেসি, সমালোচনা ফুৎকারে উড়িয়ে দাবি সুজিত বসুর

যদিও লগ্নজিতা বলেন, পুলিশ প্রশাসনের উপরে তাঁর ভরসা রয়েছে। তাঁরা যাতে নিজেদের মতো অনুষ্ঠান করতে পারেন সেটা প্রশাসনই নিশ্চিত করবে। আগামীতে আরামবাগের অনুষ্ঠানে আবারও তিনি ‘জাগো মা’ গাইবেন বলেও জানান লগ্নজিতা।