বাংলাহান্ট ডেস্ক : হেনস্থার অভিযোগ সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে (Lagnajita Chakraborty)। তাঁকে গান গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। লগ্নজিতাকে হেনস্থার অভিযোগে ঘাসফুল নেতা মেহবুব মল্লিককে কাঠগড়ায় তুলেছে বিজেপি। এমনকি শিল্পীকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেছে বিজেপি।
গান গাইতে গিয়ে হেনস্থা লগ্নজিতাকে (Lagnajita Chakraborty)
ঠিক কী ঘটেছে ঘটনাটা? পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে লগ্নজিতা হেনস্থার শিকার হন বলে অভিযোগ। রবিবার সকালে এ বিষয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দাবি করেন, লগ্নজিতা নিজে অভিযোগ করেছেন। কিন্তু ভগবানপুর থানা, যেখানকার ওসি শাহজাহান হক, তারা শুধুমাত্র জিডি করেছে। শিল্পীর অভিযোগপত্রের একটি প্রতিলিপি সামনে এনে তিনি আরও জানান, ‘অ্যাসল্ট’ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন লগ্নজিতা। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন শঙ্কুদেব।

বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে: এদিন তিনি বলেন, ‘লগ্নজিতা (Lagnajita Chakraborty) জানান, ৭ নম্বর গানটি ছিল ‘জাগো মা’। এরপরেই ওই ভদ্রলোক লোকজন নিয়ে মঞ্চে উঠে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে। এবার একটা সেকুলার গান গা। নইলে পেটাব ধরে’। শিল্পীর অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে জানান তিনি। শঙ্কুদেব প্রশ্ন তোলেন, সেকুলার গানের প্রশ্ন কী? কেন এই গান সেকুলার নয়? তৃণমূল বলে কে কী খাবে, কে কী পরবে, গাইবে তার স্বাধীনতা থাকা উচিত। তাহলে লগ্নজিতারও স্বাধীনতা থাকতে হয়।
আরও পড়ুন : বর্ধমান থেকে কলকাতা ডেলি প্যাসেঞ্জারি, অভিনয়ে সুযোগ কীভাবে পেলেন জ্যোতির্ময়ী?
মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন শঙ্কুদেবের: শঙ্কুদেব আরও দাবি করেছেন, থানায় অভিযোগ করতে গিয়েছিলেন লগ্নজিতা। কিন্তু ওসি শাহজাহান হক প্রথমে জিডি নিতে চাননি। বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন, একজন শিল্পীর অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর হবে না? পাশাপাশি রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রীর কাছেও প্রশ্ন রেখেছেন তিনি, মেহবুব মল্লিককে গ্রেফতার না করে কেন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? ওসির বিরুদ্ধেই বা কেন কোনও পদক্ষেপ হবে না সেই প্রশ্নও তুলেছেন শঙ্কুদেব।
আরও পড়ুন : বিপুল অর্থ-সোনা! বাবরি মসজিদ নির্মাণে ফুলেফেঁপে উঠছে অনুদান, স্বচ্ছতায় জোর দিয়ে লাইভেই গণনা হুমায়ুনের
টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের কাছে আবেদন জানিয়ে বিজেপি নেতা বলেন, ‘শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে করজোড়ে আবেদন করছি। আপনাদের মনে হয়, মেহবুবদের গ্রেফতার করবে পুলিশ, রাতে শিল্পীরা গাইতে গেলে এমন হেনস্থা হতে হবে, পুলিশ এফআইআর করবে না?’ তিনি আরও বলেন, লগ্নজিতা মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন শঙ্কুদেব। সাম্প্রতিক খবর অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন লগ্নজিতা।












