বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে এবার উঠল গুরুতর অভিযোগ। মৃত এক মহিলার প্রাপ্য টাকা জমা পড়েছে অন্য এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, জীবদ্দশাতেও তিনি প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়।
বিথীকার বদলে দেবাশীষের অ্যাকাউন্টে ঢুকত লক্ষীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা
সূত্রের খবর, বাদুড়িয়ার গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা বীথিকা দাস ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) উপভোক্তা। অভিযোগ, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যার ভুলের কারণে তাঁর বরাদ্দ টাকা ঢুকত দেবাশিস বাছাড় নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। বীথিকা জীবদ্দশায় বিডিও অফিসে দু’বার লিখিত অভিযোগও করেছিলেন। কিন্তু কোনও সমাধান হয়নি। জুন মাসে তাঁর মৃত্যু হলেও সেই টাকা এখনও দেবাশিসের অ্যাকাউন্টেই ঢুকছে।
বীথিকার স্বামী অজয় দাসের অভিযোগ, ‘আমার স্ত্রীর নামে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা ঢুকেছে দেবাশিস বাছাড় নামে এলাকারই এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সেই টাকা গত ৪৭ মাস ধরে দিব্যি তুলেও নিচ্ছেন ওই ব্যক্তি।’ এমনকী বীথিকার মৃত্যুর পরেও একইভাবে টাকা ঢুকছে বলে দাবি অজয়ের। তাঁর কথায়, স্ত্রীর প্রাপ্য টাকা তাঁকে ফিরিয়ে দিতে হবে।
অভিযোগের মুখে দেবাশিস বাছাড়ের দাবি, তিনি টাকা তুললেও তা বীথিকা দাসকে দিয়ে দিয়েছেন। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করার পরামর্শও দিয়েছিলেন। তবে অজয় দাসের পাল্টা দাবি, ‘আমার স্ত্রী জীবনে এক টাকাও পাননি।’ মৃতার পরিবারের বক্তব্য, বীথিকার মৃত্যুর পর যে টাকা ঢুকেছে তাও সরকারকে ফেরত দিতে হবে।
আরও পড়ুনঃ ভোটব্যাঙ্কের রাজনীতি? OBC সংরক্ষণ নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাদুড়িয়ায়। সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ হাজরা বলেছেন, ‘বিষয়টি নিয়ে কিছু জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ এখন দেখার, প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং মৃত উপভোক্তার পরিবার আদৌ প্রাপ্য টাকা ফেরত পায় কিনা।