বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে নিরাপত্তা খতিয়ে দেখতে তৎপর লালবাজার (Lalbazar)। বুধবার বৈঠকে শহরের প্রতিটি থানার ওসিকে এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে লালবাজারের কর্তারা। কোথাও যেন তার খোলা না থাকে, সেই দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। এই নির্দেশের পরই থানাভিত্তিক এলাকায় তল্লাশি শুরু হয়েছে। প্রতিটি ল্যাম্পপোস্টও খতিয়ে দেখা হচ্ছে, যাতে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা না ঘটে। এর জন্য ইতিমধ্যেই সিইএসসি-র সঙ্গে আলোচনা শুরু করেছে পুলিশ।
বিদ্যুতের খোলা তারে কড়া নজর লালবাজার (Lalbazar) পুলিশের
গত মঙ্গলবার সকালের ভয়াবহ বৃষ্টিতে জমা জলে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ছ’জনের মৃত্যু হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই পুজোর আগে বিশেষ উদ্যোগ নিয়েছে লালবাজার (Lalbazar)। বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে প্রতিটি পুলিশ কর্মীকে রেনকোট ও ছাতা নিয়ে ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়ার রাত থেকেই শহরের প্রতিটি রাস্তায় নামছে পুলিশ।
বৃষ্টিতে শহরে জল জমলে দ্রুত সরানোর জন্য প্রতিটি থানা পুরসভার সঙ্গে যোগাযোগ রাখবে। পাশাপাশি, যান চলাচল নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রাফিক পুলিশ আলাদা স্ট্র্যাটেজি তৈরি করেছে। দর্শনার্থীদের সুবিধার্থে ফুটপাথ ছাড়াও রাস্তায় ব্যারিকেড দিয়ে আলাদা লেন রাখা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘মা দুর্গাই ভরসা’, কোটি টাকার বইয়ের ক্ষতির পর আর্তনাদ বইপাড়ার প্রকাশকদের
মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা দিতেও তৎপর লালবাজার (Lalbazar)। এই প্রসঙ্গে লালবাজার থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, বাইরে থেকে বহু মানুষ আসবেন শহরে, তাই এই সময় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মহিলা পুলিশ থাকবেন অধিকাংশ পিকেটে। টহল দেবে বিশেষ মহিলা দল ‘উইনার্স’। শহরে ৬০টিরও বেশি ওয়াচ টাওয়ার থেকে থাকবে কড়া নজরদারি। এছাড়া পুলিশ ও পুজো উদ্যোক্তাদের উদ্যোগে কয়েকশো নতুন সিসিটিভি বসানো হচ্ছে ও।