গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব! এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে দিল্লি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিল্লি উড়ে যাওয়ার উদ্দেশ্যে বিমান ধরতে যাওয়ার পথে আচমকাই অসুস্থ লালু প্রসাদ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে। সূত্রের খবর, প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি এমসে নিয়ে যাওয়া হবে ৭৬ বছর বয়সী প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বকে।

আচমকাই অসুস্থ লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)

সূত্রের খবর, আজ বিকাল ৪টে ৫ মিনিট নাগাদ পটনা বিমানবন্দর থেকে বিমান ধরে দিল্লি যাওয়ার কথা ছিল লালু প্রসাদের। বিমানবন্দরে যাওয়ার পথেই গাড়িতে অসুস্থ বোধ করেন লালু। জানা যাচ্ছে, আচমকা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ায় অসুস্থ হয়ে পড়েন লালু প্রসাদ। এরপরই দ্রুত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করানো হয় পটনার পারস হাসপাতালে (Hospital)।

আরও পড়ুন : ধোপে টিকল না রাজ্যের আপত্তি! এ বার BJP-কে বড় অনুমতি দিয়ে দিল হাইকোর্ট

জানা গিয়েছে, এয়ার অ্যাম্বুল্যান্সে করে আজই দিল্লি এমসে নিয়ে যাওয়া হতে পারে লালু প্রসাদকে (Lalu Prasad Yadav)। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব দীর্ঘদিন ধরেই অসুস্থ। হার্ট সহ একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে তাঁর। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গত বছর অ্যাঞ্জিয়োপ্লাস্টিও হয় এই রাজনীতিকের।

আরও পড়ুন : সৌন্দর্যে টেক্কা দেবেন বোনকে, চূড়ান্ত সফল হয়েও থাকেন আড়ালে, মাধুরীর দিদিকে চেনেন?

গত বছর জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন দিল্লি এমসে ভর্তি ছিলেন লালু প্রসাদ। ২০২২ সালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন হয়। বিহার তথা ভারতীয় রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য একটি নাম লালু প্রসাদ যাদব। তাঁর হাস্যরসে পরিপূর্ণ বক্তৃতা শুনতে মুখিয়ে থাকতেন অনেকেই।

Lalu Prasad Yadav is hospitalised.

১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর (Ex Chief Minister) দায়িত্ব সামলেছেন লালু প্রসাদ। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ডোরান্ডা ট্রেজ়ারি মামলায় জড়িয়ে যায় লালু প্রসাদের নাম। সাজাও হয় তাঁর। তবে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে ঝাড়খন্ড হাইকোর্ট ২০২২ সালে লালু প্রসাদ যাদবকে জামিন দেয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X