অন্যের জমি দখল করে বাড়ি বানিয়েছেন অপর্ণা সেন! দায়ের হল মামলা

বাংলাহান্ট ডেস্ক: বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen) বিরুদ্ধে উঠল জমি জবর দখলের অভিযোগ। বীরভূমের বোলপুরের সুরুল এলাকায় অন্য লোকের জমি দখল করে বাড়ি বানিয়েছেন অপর্ণা, এমনি অভিযোগ তুলে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানিয়েছেন দুই ব্যক্তি।

অভিযোগকারীদের নাম অসিতবরণ সরকার ও দেবদুলাল সরকার। তাঁদের পরিচয়, তাঁরা অপর্ণা সেনের প্রতিবেশী। দুজনের অভিযোগ, তাঁদের দুই শতক জমি দখল করে ‘আমোদিনী’ বানিয়েছেন অপর্ণা সেন। এটি তাঁর পৈতৃক বাড়ি। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের থেকে নোটিস পাওয়ার পরেই বিষয়টা সম্পর্কে জানতে পারেন তাঁরা। তারপরেই অভিযোগ জানান তাঁরা।

aparna sen 1
সোমবার এই মামলায় শুনানি হয়। সেখানে পরিচালক সশরীরে উপস্থিত না থাকলেও ছিলেন তাঁর প্রতিনিধি। মামলাকারীদের তরফের আইনজীবী জানান, অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা করা হয়েছে। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি রেখেছেন তাঁরা।

অন্যদিকে ভূমি রাজস্ব দফতরের তরফে বলা হয়, অপর্ণা সেনের জমি রেকর্ডের আবেদন পেয়েই মালিকদের নোটিস পাঠানো হয়েছিল। এই মামলায় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। অভিনেত্রী পরিচালক আদৌ ওই জমি নিতে পারবেন কিনা সেটাও এখনি নিশ্চিত করে বলা সম্ভব নয়।

যদিও সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অপর্ণা সেন। তাঁর যুক্তি, ৪০ বছর ধরে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে ওখানে। তাঁর নতুন করে কিছুই প্রমাণ করার নেই বলে জানান অপর্ণা।

সম্প্রতি ‘দ‍্য রেপিস্ট’ নামে একটি ছবির পরিচালনা করেছেন অপর্ণা সেন। অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma), অর্জুন রামপাল এবং তন্ময় ধনানিয়া। ধর্ষক ও ধর্ষণের গল্প নিয়ে তৈরি সমসাময়িক কালের উপযুক্ত এই ছবি। সম্প্রতি ২৬ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি। প্রদর্শিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।


Niranjana Nag

সম্পর্কিত খবর