বিবাহ বার্ষিকীতে (wedding anniversary) নতুন ফ্ল্যাট, গাড়ি থেকে গহনা সব কিছুই উপহার দেওয়ার চল রয়েছে৷ কিন্তু তাই বলে চাঁদে (moon) জমি! এমনটাই করলেন রাজস্থানের এক যুবক৷ নিজের স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে চাঁদে তিন একর জমি উপহার দিয়েছেন তিনি৷
ধর্মেন্দ্র অহুজা নামে রাজস্থানের এই যুবক নিজের অষ্টম বিবাহ বার্ষিকীতে চাঁদে জমি কিনে দিয়েছেন স্ত্রীকে। তিনি জানিয়েছেন, বিবাহ বার্ষিকীতে যে প্রথাগত উপহার দেওয়ার চল রয়েছে তার থেকে কিছুটা আলাদা হতে চেয়েছিলেন তিনি৷ সেই ভাবনা থেকেই স্ত্রীকে চাঁদে জমি কিনে দেওয়ার কথা মাথায় আসে তার৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশেনালের কাছ থেকে তিন একর জমি কিনে তা উপহার দেন স্ত্রীকে।
তবে এই উপহার কেনার জন্য বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। এক বছর সময় লেগেছে মহাজাগতিক সেই উপহার কিনতে৷ উপহার পেয়ে খুশি তার স্ত্রীও তিনি বলেন, উপহারটি পাওয়ার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে বসে আছি। তবে এই দম্পতিই ভারতের প্রথম নন যারা চাঁদে জমি কিনেছেন। এর আগে শাহরুখ খান ও সুশান্ত সিং রাজপুতও জমি কিনেছেন চাঁদে।
কিছুদিন আগে, শ্রীরামপুরের বাসিন্দা শৌনক সম্ভবত প্রথম বাঙালি যিনি মঙ্গলের মাটিতে জমি কিনেছেন। মাত্র ৩ হাজার টাকায় লাল গ্রহের বুকে এক একর জমি কিনেছেন তিনি। অক্ষাংশ, দ্রাঘিমাংশ সহ সেই জমির দলিল ও অন্যান্য নথিও ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে তার হাতে। শৌনিক এর কথায়, বিজ্ঞানের যে ভাবে উন্নতি হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মানুষ মঙ্গলে গিয়ে থাকতেই পারে।নাসা একটি সংস্থাকে দিয়ে চাঁদে এই জমি পাওয়ার ব্যাবস্থা করেছিল। সেই সংস্থার থেকেই জমি কিনেছে শৌনিক।