লাগাতার বৃষ্টিতে ফের ধস উত্তরাখণ্ডে, জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে ১৯ কর্মী, জারি উদ্ধারকাজ

Published on:

Published on:

Landslide in Uttarakhand due to continuous heavy rainfall

বাংলাহান্ট ডেস্ক:- উত্তরাখণ্ডে (Uttarakhand) ফের বড়সড় দুর্ঘটনা ঘটল প্রবল বর্ষণে (Heavy Rainfall)। রাজ্যের পিথোরগড় জেলার ধৌলিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প (Dhauliganga Hydroelectric Project) এলাকায় ভয়াবহ ভূমিধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎকেন্দ্র। শুক্রবার ভোরে নামা এই ধসের ফলে প্রকল্পের সুড়ঙ্গ থেকে বের হওয়ার আপৎকালীন গেট মাটির নিচে চাপা পড়ে যায়। এর জেরে ভিতরে বন্দি হয়ে পড়েন জাতীয় জলবিদ্যুৎ উৎপাদন সংস্থা (NHPC)-র অন্তত ১৯ জন কর্মী। খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)

ধারচুলার উপ-জেলাশাসক জিতেন্দ্র বর্মা জানিয়েছেন, ধস নামার পর থেকে প্রকল্প এলাকার চারপাশে প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ জমে রয়েছে। সেই ধ্বংসাবশেষ সরাতেই অত্যাধুনিক মেশিন আনা হয়েছে। প্রশাসনের দাবি, ভিতরে আটকে থাকা সকল কর্মীই আপাতত নিরাপদে আছেন। বিদ্যুৎ প্রকল্পের মুখ থেকে ধ্বংসাবশেষ সরানো গেলে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা কর্মীদের একে একে বাইরে বের করে আনা সম্ভব হবে।

আরও পড়ুন:- চিনে পা রাখতেই বাজল ফোন, ওপারে জেলেনস্কি! কী কথা হল মোদীর সঙ্গে?

স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টিপাতের জেরে পিথোরগড় জেলার একাধিক জায়গায় ধস নামছে। ইলাগড় অঞ্চলের কাছেই ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প অবস্থিত। শুক্রবার সকালেই প্রকল্পের প্রবেশমুখ ধসে ভরে যায়। ফলে কেবল কর্মীরাই আটকে পড়েননি, দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার রাস্তাও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপরই একাধিক জেসিবি মেশিন এবং অন্যান্য সরঞ্জাম এনে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। প্রশাসনের কর্মীদের পাশাপাশি এনএইচপিসি-র বিশেষজ্ঞ দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

জিতেন্দ্র বর্মা জানিয়েছেন, “সুড়ঙ্গের ভিতরে থাকা কর্মীরা নিরাপদে রয়েছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের মুখ পরিষ্কার হলেই কর্মীদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে।” তিনি আরও জানান, দুর্যোগ সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। বিদ্যুৎকেন্দ্রের উপর বড়সড় প্রভাব না পড়লেও ভূমিধসের কারণে সামান্য ক্ষতি হয়েছে।

Landslide in Uttarakhand due to continuous heavy rainfall

আরও পড়ুন:- সিদ্ধান্ত বদল! ইডেনের পরিবর্তে ১৪ বছর পর ফের যুবভারতীতেই আসছেন লিওনেল মেসি

এদিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আটকে পড়া কর্মীদের পরিবারও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তবে প্রশাসনের আশ্বাস, উদ্ধারকাজ দ্রুত এগোচ্ছে এবং সন্ধ্যার মধ্যেই আটকে থাকা কর্মীদের বাইরে আনা সম্ভব হবে। ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যেই বিশেষ দল মোতায়েন করা হয়েছে।

প্রবল বৃষ্টি ও ধসের কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের তরফে আপৎকালীন সাহায্য ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে আটকে থাকা কর্মীদের নিরাপদ উদ্ধারের অপেক্ষায় এখন গোটা রাজ্য।