‘মাঝরাত হলেই আমার কথা মনে পড়ে সলমনের’, স্বীকারোক্তি লারা দত্তর

   

বাংলাহান্ট ডেস্ক: একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন সলমন খান (salman khan) ও লারা দত্ত (lara dutta)। বলিউড ইন্ডাস্ট্রিতে দুজনেই রয়েছেন অনেকদিন ধরে। অনস্ক্রিনের পাশাপাশি তাঁদের অফস্ক্রিন রসায়নও বহুবার নজর কেড়েছে। সম্প্রতি ভাইজানের সঙ্গে নিজের বন্ধুত্বের বিষয়ে মুখ খোলেন লারা। সেই সঙ্গে জানান, এখনো মধ‍্যরাত হলেই তাঁকে ফোন করেন সলমন!

সম্প্রতি এক বলিউডি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, রাত ১২ টার পরেই ঘুম ভাঙে সলমনের। আর তখনি তাঁর কথা মনে পড়ে ভাইজানের। কী করেন তখন সলমন? লারার কথায়, “ও এখনো মাঝরাতের পর আমাকে ফোন করে। সলমনের শুধু ওই সময়টাতেই ঘুম ভাঙে আর তাই ওই সময়েই আমি ওর ফোন পাই।”

lara 1
২০০০ সালে ‘মিস ইউনিভার্স’ এর খেতাব জয় করেন লারা দত্ত। এরপর ২০০৩ সালে বলিউডে পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ‘আন্দাজ’। সলমন খানের সঙ্গে ‘পার্টনার’, ‘নো এনট্রি’র মতো হিট ছবিতে অভিনয় করেছেন লারা। এছাড়াও তাঁর ভাগম ভাগ, হাউজফুলের মতো ছবিগুলিও হিট হয়েছিল।

সম্প্রতি অভিনেত্রী দিয়া মির্জা লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেন। ছবিটি ২০০০ সালের। ওই বছরেই একসঙ্গে ভারতের তিন সুন্দরী বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত, মিস ওয়ার্ল্ড হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং মিস এশিয়া প‍্যাসিফিক হয়েছিলেন দিয়া মির্জা।

দিয়ার ছবিতে একসঙ্গে দেখা মিলেছে তিনজনের। তিন জনেরই পরনে কালো পোশাক। হাসিমুখে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা, লারা ও দিয়া। ছবিটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। দিয়ার পোস্টে কমেন্ট করেছেন লারা দত্তও।

প্রসঙ্গত, শেষবার অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’ ও প্রতীক বব্বর এবং শিনোভার সঙ্গে ‘হিকাপস অ্যান্ড হুক আপস’ ছবিতে দেখা গিয়েছিল লারাকে। OTT প্ল‍্যাটফর্মে সম্প্রচারিত হয়েছিল সিরিজটি। এছাড়াও এখনো আরেকটি ওয়েব সিরিজ ‘কউন বনেগি শিখরবতী’তে অভিনয় করছেন লারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর