বাংলা হান্ট ডেস্ক: দিন দিন মানুষের কর্মব্যস্ততা বেড়েই চলেছে। আর এই কর্মব্যস্ততা বাড়ার ফলে হাতে সময় কমে গেছে। এবার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ভারতবর্ষের প্রধান ভরসা হল রেলপথ। আর কম সময়ে পাশাপাশি কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করতে জনসাধারণ ভরসা রাখি এই রেলপথে। কারণ প্রতিদিন ট্রেনে করে লক্ষ লক্ষ ভারতীয় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। এছাড়াও দূরপাল্লার ট্রেন যাত্রা অনেকের কাছেই বেশ রোমাঞ্চকর। তবে গোরখপুর ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন নামে পরিচিত। কিন্তু দেশের বৃহত্তর রেলওয়ে স্টেশন (Largest Railway Station) কোনটি তা অনেকেই জানেন না। আজকের প্রতিবেদনে জানানো হল সেই বিষয়ে।
২৩টি প্ল্যাটফর্মে দিনে শতাধিক ট্রেন চলাচল, দেশের বৃহত্তম স্টেশন এটি (Largest Railway Station)
দেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন (Largest Railway Station) হল হাওড়া জংশন। শুধুমাত্র বৃহত্তম নয় এটি দেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশন নামেও পরিচিত। জানা যায় প্রতিদিন প্রায় ৬০০ টির বেশি ট্রেন এই স্টেশন দিয়ে যাতায়াত করে। তাছাড়া দেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশনের তালিকার মধ্যে জায়গা করে নিয়েছে এটি। পাশাপাশি এখানে একটি বা দুটি নয়, রয়েছে ২৩টি প্ল্যাটফর্ম ও ২৬ টি রেললাইন।

আরও পড়ুন: নতুন বছরে কত দিন ছুটি? ২০২৬ সালের মাধ্যমিক স্কুলগুলির অফিসিয়াল হলিডে লিস্ট দেখে নিন
হাওড়া স্টেশন বৃহত্তম স্টেশন ছাড়াও এটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন এর মর্যাদা পেয়েছে। এটি হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। এখান থেকে প্রতিদিন প্রায় ৬০০ টি ট্রেন যাতায়াত করে। পাশাপাশি ১০ লক্ষ লোকজনের আনাগোনা রয়েছে এই স্টেশনে। তাছাড়া প্রথম বার এই রেল স্টেশনে পা রাখলে অনেকেই ধারণা করেন এটাই একটি গোটা শহর।
১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নির্মিত হয় এই স্টেশনটি। ব্রিটিশ আমলে এই স্টেশনটি আজও দাঁড়িয়ে রয়েছে স্বমহিমায়। পাশাপাশি হাওড়া শহরের নাম অনুসারে এই স্টেশনের নামকরণ করা হয়েছিল। আর এটি ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন, যার সঙ্গে বাংলাদেশের সরাসরি রেলের যোগাযোগ রয়েছে। কারণ এখান থেকেই ওপার বাংলা যেতে হলে মৈত্রী এক্সপ্রেস , কলকাতা ও ঢাকার মধ্যে চলাচল করে দুটি শহরকে সংযুক্ত করে রেখেছে।
জানা যায় এই রেলস্টেশনটি যেহেতু ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। তাই একসময় এর মোড় ছিল বিপ্লবদের কেন্দ্রস্থল। স্বাধীনতা আন্দোলনের সময় তাদের সভা, সমাবেশ ও যাবতীয় পরিকল্পনা করা হতো এই বিশেষ থেকে। তাছাড়া কাকোরি ঘটনার আগে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হয়েছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। শুধুমাত্র এই স্টেশন যে দেশের সবচেয়ে সুন্দর স্টেশন হিসেবে মর্যাদা পেয়েছে তা নয়। এই স্টেশন ভেতর থেকেও আন্তর্জাতিক মানের। শহরের এই রেলওয়ে স্টেশন রয়েছে টার্মিনাল ১ ও টার্মিনাল ২। পাশাপাশি এই জংশনে একই সময় অনেকগুলো ট্রেন দাঁড়াতে পারে। তাই যেটি ভারতের অন্য কোন রেল স্টেশনে এই ব্যবস্থা নেই (Largest Railway Station)।












