বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের ধনকুবেরের কথা আসলেই সকলের মাথায় আসে ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ এদের নামই। তবে সম্প্রতি ফোবর্সের তালিকায়, বিশ্বের ধনকুবেরদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন ল্যারি এলিসন (Larry Ellison)। তবে ধনকুবের হিসেবে নয়, বরং তিনি আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ষষ্ঠবার বিয়ে করায় সকলের কাছে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তবে ষষ্ঠবার বিয়ে করেছেন হাঁটুর বয়সী এক মেয়েকে। আর সেই থেকেই জল্পনা তুঙ্গে। কিন্তু কে এই মিসেস এলিন? এটাই এখন সকলের প্রশ্ন।
ল্যারি এলিসনের (Larry Ellison) ষষ্ঠ বউয়ের পরিচয়:
সম্প্রতি জানা গিয়েছে, ল্যারি এলিসনের ষষ্ঠ স্ত্রী প্রায় ৪৭ বছরের ছোটো। জানা যায়, ২০২৩ সালে ল্যারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই মেয়ের সাথে। যদিও প্রথম থেকেই এই বিষয়ে প্রকাশ্যে আনতে চাননি তিনি। উল্টোদিকে নভেম্বর মাসে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সঙ্গে কয়েকশো কোটি টাকার চুক্তি করে ল্যারি এলিসন (Larry Ellison)। জানা যায় সেই সময়, মিশিগান বুস্টার দলের পক্ষ থেকে এই চুক্তির জন্য ওরাকল কর্তা এলিসন ও তাঁর স্ত্রীকে ধন্যবাদ জানান। আর যেহেতু ধন্যবাদ সমাজ মাধ্যমে জানানো হয় তারপর থেকেই বিশ্বের চতুর্থ ধনকুবেরের ষষ্ঠ স্ত্রীকে নিয়ে জল্পনা শুরু হয়।
ল্যারি এলিসনের ষষ্ঠ স্ত্রীর নাম: ল্যারি এলিসনের ষষ্ঠ স্ত্রীর নাম জোলিন ঝু। যদিও জানা গিয়েছে, তাঁর আসল নাম কেরেন ঝু। তিনি একজন চিনা তরুণী বলেই জানা যায়। ২০১০ সালে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। ২০১২ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। জানা যায় ২০১৭ সালে দুজনের সঙ্গে প্রথম দেখা হয়। যদিও তখন এলিসন পঞ্চম স্ত্রী নিকিতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটে। তার আগে থেকেই ২০১৯ সালে ল্যারি এলিসন (Larry Ellison) এবং ঝুকে একসাথে একটি টেনিস প্রতিযোগিতায় বেশ কয়েকবার দেখা যায়। তার পরপরই ২০২০ সালে বিশ্বের ধনকুবের সঙ্গে পঞ্চম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে।
আরও পড়ুনঃ মুখশুদ্ধি হিসেবে নয়! প্রতিদিন সকালে খালি পেটে খান মৌরির জল, আওয়ান্ড শরীরে জাদু শুরু হবে!
এর আগেও চারজন স্ত্রীয়ের সঙ্গে সংসার পেতে ছিলেন ল্যারি। কিন্তু কোনটার স্থায়িত্ব বেশিদিন হয়নি। ব্যক্তিগত কারণে বারংবার বিচ্ছেদ ঘটে তাঁর। এখন শোনা যাচ্ছে বর্তমানে তিনি বিয়ে করেছেন জোলিন ঝু-এর সঙ্গে। যদিও প্রথম থেকে এই বিষয় নিয়ে রাখঢাক রেখেছেন দুজনেই। তবে ঠিক কি কারণে এত রাখ ঢাক তা জানা যায়নি। এমনকি ল্যারি এলিসনের ষষ্ঠ স্ত্রীকে নিয়েও বিশেষ কিছু জানা যায়নি। কেউ দাবি করেন তিনি মধ্যবিত্ত পরিবারের কন্যা তো, আবার কেউ দাবি করেন তার বাবা কোন এক কোম্পানির সিইও।
আরও পড়ুনঃ নদীয়ার প্রত্যন্ত গাঁয়ের ছেলে আজ বিখ্যাত ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার! কাহিনী শুনলে গর্ব হবে
ল্যারি এবং ঝুয়ের সম্পর্ক: বিশিষ্ট সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আমেরিকায় পড়তে আসার সময় ঝু একটি ভাড়া বাড়িতে থাকতেন। কলেজ চলাকালীন তিনি প্রথমে যে বাড়িতে থাকতেন সেই একই বাড়িতে থাকতেন এক ছাত্র অ্যাং ঝু। যদিও তাদের সম্পর্কটা ভাই বোন নাকি অন্য কিছু ছিল সেই বিষয়ও ধোঁয়াশা রয়েছে। এরপর স্নাতক হওয়ার পর ঝু চলে আসেন ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে। যেখানে থাকতেন ল্যারিও (Larry Ellison)। একসময় এখানে ভাড়া নিয়ে থাকলেও বর্তমানে ঝু এখন আমেরিকার বাসিন্দা।
তবে এত কিছু জানার পরেও দুজনের দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তাদের সম্পর্ক থেকে শুরু করে, বিবাহিত জীবন সবটাই আড়ালেই রয়ে গেছে। আর যার ফলে ল্যারি এলিসন (Larry Ellison) এবং তার ষষ্ঠ স্ত্রী কে নিয়ে ক্রমশ মানুষের মনে কৌতুহল সৃষ্টি হচ্ছে।