বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে প্রকাশ্যে শেষ টিআরপি (TRP) লিস্ট। সারা সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল কেমন দর্শক টানল তার সাপ্তাহিক ফলাফল প্রকাশ্যে এল এদিন। পুজো শুরু হয়ে যাচ্ছে আর দুদিন পরেই সেই হিসেবে পুজোর আগে এটাই শেষ টিআরপি (TRP) তালিকা। কোন সিরিয়াল কত নম্বর তুলল পুজোর মুখে?
পুজোর আগে শেষ টিআরপি তালিকা (TRP) প্রকাশ্যে
নম্বর বাড়িয়ে আবার নিজের পুরনো স্থান ছিনিয়ে নিয়েছে ‘পরিণীতা’। পিছিয়ে নেই পরশুরামও। দুই চ্যানেলের এই দুই ধারাবাহিক এবার রয়েছে প্রথম স্থানে। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর (TRP) ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকটি তুলেছে ৬.৩ টিআরপি।
কে কোন স্থানে রয়েছে: তৃতীয় স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’। ৬.১ নম্বর পেয়েছে এই দুই সিরিয়াল। জি বাংলার দুই সিরিয়ালই (TRP) টানটান পর্ব দেখিয়ে দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে। এরপরেই চতুর্থ স্থান দখলে রেখেছে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.০।
নতুনদের রমরমা তালিকায়: জি বাংলার অন্যতম নতুন সিরিয়াল ‘আমাদের দাদামণি’ পেয়েছে ৫.৯। পঞ্চম স্থানে (TRP) রয়েছে সিরিয়ালটি। ৫.৮ নম্বর নিয়ে এ সপ্তাহে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। প্রথম পাঁচে এবার আর জায়গা হয়নি রাঙামতির।
আরও পড়ুন : নতুন সিরিয়ালে পুরনো হিট জুটি! কোপ পড়ছে জলসার এই সিরিয়ালে?
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম, পরিণীতা (৬.৫)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৬.৩)
তৃতীয়- ফুলকি, চিরদিনই তুমি যে আমার (৬.১)
চতুর্থ- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.০)
পঞ্চম- আমাদের দাদামণি (৫.৯)
ষষ্ঠ- রাঙামতি তীরন্দাজ (৫.৮)
সপ্তম- চিরসখা (৫.৫)
অষ্টম- জোয়ার ভাঁটা (৫.১)
নবম- কথা, তুই আমার হিরো (৪.৯)
দশম- লক্ষ্মীঝাঁপি (৪.৬)
এ সপ্তাহে প্রথম সামনে এল ‘ভোলেবাবা পার করেগা’র টিআরপি। প্রথম বার ২.৯ নম্বর পেয়েছে ধারাবাহিকটি। তবে স্লট লিডার হতে পারেনি এই সিরিয়াল। অন্যদিকে জি বাংলার আরেক নতুন সিরিয়াল ‘কনে দেখা আলো’ পেয়েছে ৪.৪।