বাংলাহান্ট ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘সুরের নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকর (lata mangeshkar)। ৯২ বছরের বর্ষীয়ান গায়িকাকে নিয়ে চিন্তার প্রহর গুণছেন অনুরাগীরা। এর মাঝেই জানা গেল, নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন লতাজি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে এমনটাই।
জানা গিয়েছিল, লতা মঙ্গেকরের বয়স এবং আনুষঙ্গিক অসুস্থতার কথা মাথায় রেখেই তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। গায়িকার পরিবারের এক সদস্য জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। জানা যাচ্ছে, করোনা রিপোর্ট পাওয়া মাত্রই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইসিইউতে রাখা হয়েছে গায়িকাকে। হাসপাতাল সূত্রে খবর, নিউমোনিয়া সংক্রমণও ধরা পড়েছে তাঁর, যে কারণে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। লতা মঙ্গেশকরের জন্য ককটেল থেরাপিরও চিন্তা ভাবনা করা হচ্ছে। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলেই খবর মিলেছে। বর্ষীয়ান গায়িকার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময়ে গুঞ্জন ছড়িয়েছিল লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার। দক্ষিণ মুম্বইয়ের পেডর রোডের ‘প্রভুকুঞ্জ’ বিল্ডিংয়ে থাকেন লতা। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) তরফে সিল করে দেওয়া হয়েছিল সেই বিল্ডিং। জানা গিয়েছিল, বিল্ডিংয়ের কয়েকজন বাসিন্দা করোনা পজিটিভ। এরপরেই বিএমসি সিল করে দেয় বিল্ডিং।
সংবাদ মাধ্যম সূত্রে খবর মেলে, বিল্ডিংয়ের ৫-১১ জন বাসিন্দা করোনায় আক্রান্ত। এই খবর পাওয়ার পরেই বিএমসির তরফে সিল করে দেওয়া হয় বিল্ডিং। এরপরেই লতা মঙ্গেশকরেরের পরিবারের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পরিবারের সদস্যদের নিয়ে কোনও রকম গুজবে কান দেবেন না। আমরা সকলে মিলে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বিশেষত বিল্ডিংয়ের প্রবীন নাগরিকদের সুস্থতা ও নিরাপত্তার জন্য একে অপরকে সাহায্য করছি। ঈশ্বরের কৃপা ও সকলের শুভকামনায় পরিবারের সবাই সুস্থ রয়েছেন।’