অন্ধকারময় দিন, প্রয়াত হলেন ‘সুরের নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকর

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগতে ঘোর তমসাময় দিন আজ। প্রয়াত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (lata mangeshkar)। বহু চেষ্টা করেও ধরে রাখা গেল না বর্ষীয়ান গায়িকাকে। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর তাঁর মৃত‍্যুর খবর জানান সংবাদ মাধ‍্যমকে।

ভারতীয় সাংষ্কৃতিক জগতে ইন্দ্রপতন। গোটা দেশ শোকাহত বর্ষীয়ান গায়িকার প্রয়াণে। টুইটারে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘আমি বাকরুদ্ধ। দয়াশীল ও যত্নবান লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর প্রয়াণে আমাদের দেশে যে শূন‍্যতা তৈরি হল তা আর কোনোদিন পূর্ণ হবে না। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংষ্কৃতির একজন দিকপাল হিসাবে চিনবে, যার সুরেলা গলা মানুষকে মুগ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখত।’

Lata.Mangeshkar 1
গত ৮ জানুয়ারি করোনার মৃদু উপসর্গ নিয়ে মুম্বইয়ের ব্রিজ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়িকা। নিউমোনিয়াও ধরা পড়ে তাঁর। গত সপ্তাহে ভেন্টিলেটর থেকে বের করা হয় প্রবীণ গায়িকাকে। অনেকটাই সুস্থ হয়ে তিনি।

তারপরেই আসে দুঃসংবাদ। গতকাল সরস্বতী পুজোর দিনই এসে পৌঁছেছিল খারাপ খবর। শারীরিক পরিস্থিতির অবনতি হয় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। শ্বাসকষ্টের সমস‍্যা শুরু হওয়ায় আবারো ভেন্টিলেশনে রাখা হয় বর্ষীয়ান গায়িকাকে। দিদিকে দেখতে গিয়েছিলেন গায়িকা আশা ভোঁসলেও (asha bhosle)। তিনি স্বস্তির খবর দিয়ে বলেন, লতা মঙ্গেশকর আপাতত স্থিতিশীল আছেন।

হাসপাতালে গায়িকাকে দেখে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আশা ভোঁসলে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন স্থিতিশীল আছেন।” সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর স্বাস্থ‍্যের অবনতির খবর পেয়েই হাসপাতালে পৌঁছান আশা, উষা ও হৃদয়নাথ।

শনিবার খবর আসে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যে চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রয়েছেন, সেই প্রতীত সামদানি জানান, আবারো অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান গায়িকা। ফলতঃ পুনরায় ভেন্টিলেশনে রাখতে হয়েছে তাঁকে। আইসিইউতে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সুরসম্রাজ্ঞী। কিন্তু শেষরক্ষা হল না।

Niranjana Nag

সম্পর্কিত খবর